শেষ আপডেট: 1st January 2025 13:38
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বর্ষবরণের রাতে উত্তরপাড়ায় তৃণমূলের কর্মীদের উপর দুষ্কৃতী হামলা। ঘটনায় গুরুতর জখম হলেন দুজন।
মঙ্গলবার গভীর রাতে উত্তরপাড়ার মাখলা অটোস্ট্যান্ডের কাছে ডানকুনির রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য পার্থ নস্কর এবং যুব তৃণমূল কংগ্রেস কর্মী শঙ্খদীপ মণ্ডলের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় তাঁদের উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তাঁদের। বেশি রাতে তাদের কলকাতায় রেফার করা হয়।
পঞ্চায়েতের সদস্য পার্থ নস্করের উপর হামলার পরবর্তী সময় পুলিশ মাখলা সিং পাড়া এলাকা থেকে কয়েকজন দুষ্কৃতীকে আটক করে। অভিযোগ, এরপরেই আনন্দ সিং নামে একজন সশস্ত্র অবস্থায় বেশ কিছু লোক জড়ো করে অটো স্ট্যান্ড এলাকায় আসে। বেশ কিছু দোকানপাট ভাঙচুর করে। তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়।
বুধবার সকাল থেকে তৃণমূল পঞ্চায়েত সদস্যের উপর হামলার প্রতিবাদে মাখলা দিল্লি রোডে অটো চলাচল বন্ধ রেখেছে অটো চালকরা। অবিলম্বে ওই এলাকায় মাদক ব্যবসা ও দুষ্কৃতী দৌরাত্ম বন্ধের দাবিতে পথে নামেন এলাকার মানুষও। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।