শেষ আপডেট: 19th January 2025 15:54
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: চাঁপদানির নর্থব্রুক জুটমিলের ভিতর সেপটিক ট্যাঙ্ক থেকে নাবালকের মৃতদেহ উদ্ধার। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল রবিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল মহম্মদ রেহান নাম ওই নাবালক। সে কে বি এম রোডের বাসিন্দা মহম্মদ মুক্তারের ছেলে। পরিবার থানায় নিখোঁজ ডায়রি করেছিল। বহু খোঁজাখুঁজি করেও রেহানকে পাওয়া যাচ্ছিল না। রবিবার তার মৃতদেহ পাওয়া যায় জুটমিলের সেপটিক ট্যাঙ্ক থেকে। খবর পেয়েই ভদ্রেশ্বর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিল অরুণ মিশ্রের মিল কর্তৃপক্ষের দিকে আঙুল তুলেছেন। তিনি বলছে, মিলে কর্তৃপক্ষে নিরাপত্তা নিয়ে প্রচুর গাফিলতি রয়েছে। গোটা এলাকার পরিত্যক্ত হিসাবে থাকে। আলো না থাকায় রাতে অন্ধকার হয়ে যায়। ফলে যে কেউ মিলে ঢুকে পড়তে পারে। মিল কর্তৃপক্ষকে বলে কোনও সুরাহা হয়নি। এই ঘটনা তারই পরিণতি।
চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান, কিশোর নিখোঁজ ছিল। কী ঘটনা ঘটেছিল তা জানতে জিজ্ঞাসাবাদ করা হবে।