শেষ আপডেট: 18th March 2025 19:47
দ্য ওয়াল ব্যুরো: যাত্রাপালা (Yatra) করতে গিয়েই মঞ্চেই মর্মান্তিক পরিণতি অভিনেতার (Actor)। মাঠ ভর্তি দর্শকের সামনে আচমকাই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মিলন গায়েন (Milan Gayen) নামে ওই শিল্পী। তিনিই যাত্রাপালার পরিচালক ছিলেন বলে জানা গিয়েছে। হাওড়ার (Howrah) বালি ঠাকুরানী চক এলাকার ঘটনা।
বোনকে খুন করেও পুলিশের হাত থেকে বেঁচে যাবেন দাদা। এই ছিল এক যাত্রাপালার শেষ দৃশ্য। কিন্তু বাস্তবে যে সত্যিই এমন কাণ্ড ঘটে যাবে তা কে জানত? প্রতিবছরের মতো সোমবারও দোলের পর যাত্রাপালার আসর বসে বালি ঠাকুরানী চক এলাকার হরিসভা তলায়। যাত্রাপালার নাম ছিল 'মৃত্যুবাসরে ফুলশয্যা'।
অনুষ্ঠান যখন একেবারে শেষ পর্যায়ে তখনই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। জানা গিয়েছে, যাত্রাপালার চিত্রনাট্য ছিল দুই ভাই জীবন গাঙ্গুলি ও চন্দন গাঙ্গুলি তাঁদের একমাত্র বোন সীতার বিয়ে দিয়েছেন। কিন্তু পন আদায়ের জন্য বোনের ওপর লাগাতার অত্যাচার করছিল শ্বশুরবাড়ির লোকজন। ছোট ভাই চন্দন ছদ্মবেশে বোনের অত্যাচারের বদলা নিতে খুন করে একজনকে।
অন্যদিকে বড় দাদা জীবন গাঙ্গুলি পনের টাকা জোগাড় করতে না পেরে বোনকে খুন করে। সেই সময় পুলিশ ধরতে এলে ছোট ভাই জানায় দাদা নয়, খুন সে নিজেই করেছে। এরপর দাদাকে ছেড়ে দিয়ে ভাইকে গ্রেফতার করে পুলিশ। যাত্রার চিত্রনাট্যে পুলিশের হাত থেকে ছাড়া পেলেও জীবন যুদ্ধে হেরে মঞ্চেই লুটিয়ে পড়েন ৫৫ বছর বয়সি অভিনেতা।
পরিবার সূত্রে খবর, যাত্রাপালায় জীবনের ভূমিকায় অভিনয় করেছিলেন মিলন। কিন্তু আচমকাই অসুস্থথতার কারণে তাঁর মৃত্যু হয়। এদিকে ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ ময়নাতদন্তে পাঠিয়ে দেয়। প্রাথমিক তদন্তে অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে অভিনেতার।