শেষ আপডেট: 10th March 2025 17:23
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বাম আমলে পাট্টা দেওয়া জমি আদালতের নির্দেশে দখল নিতে গিয়ে বিক্ষোভের (Agitation) মুখে পুলিশ ও বিডিও। হুগলির (hoogly) দাদপুর থানার বাবনান গ্রাম পঞ্চায়েতের মূলগ্রাম মৌজার প্রায় ২৫ বিঘা জমি (Land) বাম আমলে ১৯৯৪ সালে পাট্টা দেওয়া হয়। ১৭৭ জন সেই পাট্টা পেয়ে চাষবাস করছিলেন এতদিন। জমির মালিক সেই জমি ফিরে পেতে মামলা করে আদালতে। হাইকোর্ট তাঁকে জমির পজিশান বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেয় মহকুমা শাসক ও ব্লক প্রশাসনকে। সেই মতো গত বুধবার পুলিশ নিয়ে প্রশাসনের লোকজন জমি দখল নিতে গিয়ে বাধার মুখে পরে।
সোমবার ফের বিশাল পুলিশ বাহিনী-সহ জমির দখল নিতে যায় ব্লক প্রশাসন। পোলবা-দাদপুরের বিডিও ও পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করে পাট্টাদাররা। বিক্ষোভে দলের পতাকা নিয়ে নেতৃত্ব দেয় সিপিএম। পাট্টাদাররা জানান,কোনও মতে তাঁরা জমি ছাড়বেন না। গত ৩০ বছর ধরে তারা ওই জমিতে চাষ করছেন। বাম সরকার তাদের পাট্টা দিয়েছিল।এই জমি তাদের। বর্তমান সরকার সেই জমি কেড়ে নিতে চাইছে।
একদিকে যখন সিপিএমের যখন বিক্ষোভ চলছে। অন্যদিকে স্থানীয় তৃণমূল কর্মীরা জড়ো হয়ে থাকে। জমির অংশীদার মহসিন মণ্ডল বলেন, "বাম সরকারে আমলে সিপিএম জোর করে জমি দখল করে বিলি করে দিয়েছিল। এই জমির মালিক আটওয়ারা খাতুন। ২০০২ সালে পাট্টা খারিজ হয়ে গেছে। ২০১৯ সালে আমাদের নামে পর্চা হয়ে যায়। তারপর থেকে জমির দখল নিতে পারিনি। আদালত নির্দেশ দিলেও তা দিতে পারছিল না প্রশাসন। বর্তমানে ওই পাট্টাদারদের ৬০ শতাংশ মারা গেছে। যারা আছে তারা মৌখিকভাবে জমি অন্যকে বেচে দিয়েছে।"
অবস্থা নিয়ন্ত্রণে আনতে বিডিও পোলবা জগদীশচন্দ্র বাড়ুই মাইকে বলেন, "এই জমির বৈধ কাগজ আপনাদের কাছে নেই। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জমির মালিককে তার জমি ফিরিয়ে দিতে আমরা এসেছি। যে জমিতে ফসল আছে সেগুলোতে এখন হাত দেওয়া হবে না।"