শেষ আপডেট: 12th November 2024 12:42
দ্য ওয়াল ব্যুরো, হুগলি : হুগলিতে শুট আউট! কোন্নগর রিষড়া সীমানা লাগোয়া এলাকা ব্রহ্মস্থানে গুলিবিদ্ধ হলেন এক ব্যবসায়ী। রিষড়া বাঘ-খাল এলাকার বাসিন্দা পরিবহণ ব্যবসায়ী শামসুদ্দিন আনসারি। মঙ্গলবার সকালে বাড়ির কাছেই গুলিবিদ্ধ হন তিনি।
এলাকার সবাই তাকে খান বলে চেনে। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে রেফার করা হয় তাঁকে। অভিযুক্ত যুবক রঞ্জন যাদব বাগখাল দুই নম্বর লাইনের বাসিন্দা। পুরোনো শত্রুতার জেরে এই ঘটনা বলে অনুমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকাল সাড়ে ন'টা নাগাদ ডানকুনির অফিসে যাওয়ার জন্য বেরিয়েছিলেন তিনি। বাড়ির কাছেই ব্যবসায়ী জৈনুদ্দিন আনসারির সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। তখন খুব কাছ থেকে তাঁর মাথার পিছনে গুলি করে এলাকার পরিচিত দুষ্কৃতী রঞ্জন। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। দেখতে পেয়ে ছুটে আসেন তাঁর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা।
তাঁদের কেউ কেউ দুষ্কৃতী রঞ্জনের পিছনে তাড়া করে। কিন্তু পাঁচিল টপকে পালিয়ে যায় অভিযুক্ত। খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়। চন্দননগর পুলিশের ডিসিপি (শ্রীরামপুর) অর্ণব বিশ্বাস জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে পুরনো গন্ডোগোলের জেরেই এই ঘটনা ঘটেছে। অন্য কারণও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে অবস্থার অবনতি হওয়ায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে ওই ব্যক্তিকে কলকাতায় রেফার করা হয়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।