শেষ আপডেট: 9th December 2024 14:55
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: খো-খো বিশ্বকাপ খেলতে ভারতীয় দলে ডাক পেলেন চুঁচুড়ার ঈশিতা। দিনরাত চলছে অনুশীলন।
২০২৫ সালের জানুয়ারি মাসে ভারতে অনুষ্ঠিত হবে প্রথম খো-খো বিশ্বকাপ। ভারতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন ঈশিতা বিশ্বাস।
মগরা বাগাটি শ্রী গোপাল ব্যানার্জি কলেজে তৃতীয় বর্ষের ছাত্রী ঈশিতা। ছোট থেকেই খেলার নেশা। মা ও দিদির হাত ধরে চুঁচুড়া বেগুনতলার মাঠে খো-খো খেলা দেখতে যেতেন। সেই থেকে এই খেলার প্রতি আগ্রহ জন্মায়। বাবা কল মিস্ত্রী মা বাড়ি বাড়ি রান্না করেন। পরিবারে অনটন আছে তবে মা বাবা তাঁকে উৎসাহ দেন খেলা চালিয়ে নিয়ে যাওয়ার। খো-খো অলিম্পিকে যাওয়ার স্বপ্ন দেখতেন ঈশিতা। দেশের হয়ে পদক জেতার স্বপ্ন তাঁর দু'চোখে।
২০২৫ সালে ১৩ থেকে ১৯ শে জানুয়ারি দিল্লির জহরলাল নেহেরু স্টেডিয়ামে খো-খো বিশ্বকাপের আসর বসবে। ২৬ টা দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ঈশিতা বলেন, "২০১৯ সালে ভারতের হয়ে সাউথ এশিয়ান গেমস খেলেছি। এখন আমার লক্ষ্য বিশ্বকাপে খেলার। পদক জেতার।" তিনি জানান, এক সময় স্কলারশিপ পেতেন। কিন্তু এখন বন্ধ রয়েছে। বিশ্বকাপের পর আবার শুরু হবে স্কলারশিপ। সরকারি সাহায্য না পেলেও খোকো ফেডারেশন অফ ইন্ডিয়া থেকে ও খেলো ইন্ডিয়া থেকে দশ হাজার টাকা করে পেতেন। কিন্তু এ বছরে মার্চ মাস থেকে তাও বন্ধ হয়ে যায়। তবে আশা করছেন ওয়ার্ল্ড কাপের পর আবার তা শুরু হবে। ন্যাশনাল গেমস ও খেলার ইচ্ছা রয়েছে ঈশিতার।
ঈশিতার কোচ মিঠুন সরকার বলেন, "ছোটবেলায় দিদির সঙ্গে খেলা দেখতে আসতো তখন থেকেই খো-খোর প্রতি তার ভালবাসা। সাব জুনিয়ার, জুনিয়ারে খেলো ইন্ডিয়ায় ডাক আসে। সদ্য শেষ হওয়া নেপালে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছে। ১৩ই জানুয়ারি থেকে ১৯শে জানুয়ারি বিশ্বকাপে খেলবে। সেখানে এক মাসের ক্যাম্প হবে। আমরা খুব আশাবাদী যে সে চূড়ান্ত দলে খেলবে। বিশ্বকাপ খেলার জন্য কঠোর পরিশ্রম করেছে। দুপুরে সাঁতার সেরে ফিরে বিকেলে এসে আবার গেম খেলেছে। আমরা আশা করছি ভারত গোল্ড পাবে তাতে ঈশিতার অবদান থাকবে।"