শেষ আপডেট: 13th October 2024 13:19
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: 'নারীর সম্মান রক্ষার দায়িত্ব পুরুষকে নিতে হবে।' জনসমাক্ষে এমনই বার্তা দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মাতৃপক্ষের সূচনা হয়েছে। চারিদিকে এখন দেবীর আরাধনা। এমন আবহে রাজ্যের নারী নিরাপত্তা প্রশ্নের মুখে।
আরজি করের ডাক্তারি পড়ুয়া খুন ধর্ষণের পরে জেলাগুলিতে একাধিক ধর্ষণ, শ্লীলতাহানি, খুনের ঘটনা সামনে এসেছে। পুজোর কয়েকদিন আগেই নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা সামনে আসায় তেতে ওঠে জয়নগর। সেখানে জনরোষের মুখে পড়তে হয় প্রশাসনকে। রাজ্য সরকারের কাছে নারী নিরাপত্তা সুরক্ষিত করার আর্জি ওঠে। একই সঙ্গে দোষীকে ফাঁসির দেওয়ার দাবি তোলে মানুষ। এমন সময়ে বিজয়ার আগে নারী নিরাপত্তার দায়িত্ব নিয়ে বার্তা দিলেন তৃণমূল সাংসদ।
নবমীর রাতে কল্যাণ বলেন, "উৎসবে মেতেছে মানুষ। মায়ের আমার কাছে প্রার্থনা, অশুভ চিন্তাভাবনা যাদের রয়েছে। সেগুলো তাঁদের মাথা থেকে সরিয়ে দাও।''
সাংসদ বলেন, '' যদি পুরুষরা তাঁদের সম্মান না দিতে পারে, এক হাজার পুুলিশ দিয়েও নারীর সম্মান রক্ষা করা যায় না। তাই বাংলার সব পুরুষের কাছে আবেদন প্রতিটি মহিলার সম্মান রক্ষার দায়িত্ব তাঁদের নিতে হবে। দুর্গাপুজোর সময়ে বাংলার মেয়েদের এই প্রতিশ্রুতি দিতে হবে। তবেই মেয়েরা সুরক্ষিত থাকবেন।
এরপরে শিবের উপমা টেনে কল্যাণ বলেন, "মা দুর্গা -মা কালি সম্মান করেছিলেন শিব। তবেই তাঁরা এগোতে পেরেছেন। অশুভ শক্তিকে বিনাশ করেছেন।"
শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুজোতেও ভির উপচে পড়ছিল। দর্শকদের আনন্দ দিতে প্রতিবারের মত এবারও ছিল গান বাজনার আয়োজন। পুজো মণ্ডপের পাশেই মঞ্চে জলসা চলার সময়ে এমন বার্তা দেন তৃণমূলের এই দাপুটে নেতা।