শেষ আপডেট: 23rd January 2025 16:07
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ২৩ জানুয়ারি। এটা সবারই জানা। যদি জিজ্ঞেস করা হয় তাঁর মৃত্যু দিন কবে। অনেকেই বলতে পারবেন না। কারণ নেতাজির মৃত্যু দিনের কোনও প্রামাণ্য নথি নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল বলে অনুমান করা হয়। কিন্তু সেই দাবি নিয়ে অনেক বিতর্ক। এমনকী মুখার্জি কমিশনের রিপোর্টেও প্রমাণ হয়নি নেতাজির মৃত্যুর দিন।
একটা সময় ছিল যখন ২৩ জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তীতে স্কুলে স্কুলে শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রীদের বলতে শোনা যেত নেতাজি ফিরে এসো। কারণ নেতাজির মৃত্যুদিন ছিল অনিশ্চিত বা নেতাজির যে মৃত্যু হয়েছে তা বিশ্বাস করা হত না। তবে অনিশ্চয়তা আর সেই বিশ্বাসকে পাল্টে দিচ্ছে গুগল। উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ১৮৯৭ সাল ২৩ জানুয়ারি আর মৃত্যু ১৯৪৫ সাল ১৮ আগস্ট। ৪৮ বছর বয়সে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর।
গুগলের এই তথ্য বিভ্রান্তকর বলে দাবি ফরোয়ার্ড ব্লক নেতৃত্বের। হুগলি জেলা ফরোয়ার্ড ব্লকের চেয়ারম্যান সুনীল সাহা বলেন, "নেতাজির মৃত্যু নিয়ে তিনটি কমিশন হয়েছে। কেউ স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। সর্বশেষ মুখার্জি কমিশন স্পষ্ট করেছে ওই দিন কোনও বিমান দুর্ঘটনা হয়নি। তাইহুকু সরকারও জানিয়ে দিয়েছে বিমান দুর্ঘটনা ঘটেনি। তা সত্ত্বেও জাপান থেকে চিতা ভস্ম নিয়ে আসার কথা বলা হয়েছে বারবার। ভারত সরকার কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে কোনও ডেথ সার্টিফিকেট বা তথ্য নেই তাদের কাছেও। তবু দেখা যাচ্ছে গুগলে তাঁর মৃত্যু নিয়ে তথ্য দেওয়া হচ্ছে।বর্তমান সময়ে গুগল উইকিপিডিয়ার উপর নির্ভর করে অনেকেই। সেখানে গুগলের মতো সংস্থা কী করে এই কাজ করে জানা নেই। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটা খুবই দুর্ভাগ্যজনক। ভারত সরকার ও রাজ্য সরকারের উচিত এর প্রতিবাদ করা।"
চন্দননগর কলেজের অধ্যক্ষ দেবাশিস সরকার বলেন, 'নেতাজি এমন একজন চরিত্র যার জন্মদিন আছে। কিন্তু মৃত্যু দিন নেই।"