শেষ আপডেট: 10th August 2024 20:15
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: নিকট আত্মীয় কেউ প্রয়াত হলে তাঁর দেহ কয়েকদিনের জন্য সংরক্ষণের ব্যবস্থা করার দাবি ছিল অনেক দিনের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই চন্দননগরের মানুষের সেই দাবি পূরণ হল শনিবার। প্রাক্তন বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে চন্দননগরে পিস হাভেনের উদ্বোধন করলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন।
চন্দননগর বড়াইচণ্ডীতলা শ্মশান ঘাটে তৈরি হয়েছে এই 'পিস হাভেন'। সেখানে এক সঙ্গে চারটি মৃতদেহ সংরক্ষণ করার ব্যবস্থা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চন্দননগরের বিধায়ক-মন্ত্রী ইন্দ্রনীল সেন আজ এই পিস হাভেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মন্ত্রী জানান, সরকারি টাকায় নয়, চন্দননগর উৎসব কমিটি পিস হাভেন তৈরির খরচ বহন করেছে। চন্দননগরবাসীর খুব প্রয়োজনের জিনিস হল এটা। দীর্ঘদিন ধরে দাবি ছিল স্থানীয় মানুষের। মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবি পূরণ করেছেন।
সভার শুরুতে ইন্দ্রনীল সেন বলেন, "প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের ছেড়ে চলে গেছেন। চন্দননগরের নাগরিক যারা রয়েছি তাঁর আত্মার শান্তির জন্য এক মিনিট নীরবতা পালন করবেন।"
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী,ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল,সহ বিধানসভা উৎসব কমিটির সদস্যরা। মেয়র বলেন, "চন্দননগরে দুটি বৈদ্যুতিক চুল্লি করেছি আমরা। মুসলিমদের জন্য কবরস্থানের ব্যবস্থা হয়েছে। পিস হাভেনের চাহিদা ছিল, সেটাও পূরণ হল। চন্দননগর বিধানসভা উৎসব কমিটি এবং শহরের চারজন সমাজসেবী এই মৃতদেহ সংরক্ষণ কেন্দ্রটি তৈরি করতে সাহায্য করেছেন। কোনও সরকারি সাহায্য নেওয়া হয়নি।"