শেষ আপডেট: 25th October 2024 16:48
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পুজোর আগে বন্যায় আরামবাগ মহকুমায় বেশিরভাগ ধান জমি ছিল জলের নীচে। সবজি খেতেও জল জমে যায়। সেই ক্ষতি সামলে উঠতে না উঠতেই আবার দানার ঝাপটে বেসামাল কৃষক। রাত থেকে চলা অবিরাম বৃষ্টি আর ঝোরো হাওয়ায় খারিফ মরসুমের ধানে ব্যাপক ক্ষতি হওয়ায় আশঙ্কায় চাষিরা।
পুজোর আগে ভয়াবহ বন্যায় কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে হুগলির আরামবাগ,খানাকুল,পুড়শুড়া,তারকেশ্বর, জাঙ্গীপাড়া ও বলাগড় ব্লকে। ঘূর্ণিঝড় দানার প্রভাবে ঝড় তেমন না হলেও ভারী বৃষ্টি শুরু হয়েছে শুক্রবার ভোর থেকে। সঙ্গে ঝড়ো হাওয়া বইছে। তার ফলে মাঠে জমতে শুরু করেছে জল। বিস্তীর্ণ এলাকায় জমিতে ফলন্ত ধান গাছ শুয়ে পড়েছে। এতে ধানের থোর ও ফুল নষ্ট হয়ে যাবে বলে মনে করছে চাষিরা। চাষিরা জানান, যে ধানে পাক ধরেছে সেই ধান জলে ডুবে থাকলে কল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।
পুজোর সময় সব্জির দাম অনেকটাই বেড়ে গিয়েছিল। এদিনের লাগাতার বৃষ্টিতে বিঘের পর বিঘে জমির সবজিও জলের তলায়। সবজির ক্ষতি হলে কালীপুজোর সময়ও দাম বেশি থাকবে কাঁচা আনাজের। এমনটাই জানাচ্ছেন চাষিরা।
হুগলি জেলা কৃষি উপ অধিকর্তা মৃত্যুঞ্জয় মারদানা জানিয়েছেন, হুগলি জেলায় এ বছর খারিফ মরশুমে ১ লক্ষ ৮৭ হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। ডানার প্রভাবে এখনও বৃষ্টি চলছে। বৃষ্টি কমলে ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যাবে।