শেষ আপডেট: 1st February 2025 16:11
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: হাইড্রোলিক ওয়েল পড়ে বিপত্তি চুঁচুড়ার জিটি রোডে। শনিবার এই ঘটনায় দুর্ঘটনার মুখে পড়েন অনেকেই। একাধিক বাইক আরোহী বুঝতে না পেরে ব্রেক কষতেই গাড়ির চাকা স্কিড করে পড়ে যায়।
পুরসভার একটি জেসিবি থেকে হাইড্রোলিক তেল লিক করে। জেসিবিটি যাওয়ার সময় সেগুন বাগান থেকে খাদিনা মোড় প্রায় পাঁচশো মিটার রাস্তায় সেই তেল ছড়িয়ে পরে। এই বিপদ আগাম আন্দাজ করতে পারেননি অনেকেই। দু-চাকা গাড়ি নিয়ে যাওয়ার সময় গাড়ির চাকা স্কিড করে তাদের। পড়ে গিয়ে কম বেশি আহত হয়েছেন অনেকেই।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন চন্দননগর ট্রাফিক পুলিশের কর্তারা। বালি ছড়াতে থাকেন ট্রাফিক পুলিশের কর্মীরা। দুর্ঘটনা আটকানোর চেষ্টা করেন তাঁরা। ততক্ষণে তীব্র যানজট হয়ে যায় এই ব্যস্ত রাস্তায়।