শেষ আপডেট: 19th September 2024 13:02
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: হাওড়ায় তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। বুধবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফিরছিলেন হাওড়া জেলা সদর যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র। অভিযোগ, তখনই তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। বেলুড়ের জিটি রোডের উপর এই ঘটনা ঘটে। অল্পের জন্য বেঁচে যান কৈলাস ওই তাঁর পরিবার। গুলি গিয়ে লাগে গাড়ির পিছনের কাচে। তবে রাস্তা অন্ধকার থাকায় দুষ্কৃতীদের মুখ দেখতে পাননি কেউ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার কালীঘাটে পুজো দিতে গিয়েছিলেন কৈলাস মিত্র ও তাঁর পরিবার। লিলুয়ার বাড়িতে ফিরছিলেন তাঁরা। কৈলাসের চলন্ত গাড়ির পিছনের কাচ লক্ষ্য করে গুলি চলেছে। গাড়িতে পরিবারের লোকজন ছাড়াও নিরাপত্তারক্ষী ছিল। গাড়ি মধ্যে বসে থাকা সকলেই আতঙ্কিত হয়ে পড়ে।
কৈলাসের বলেন, “গতকাল (বুধবার) পুজো দিয়ে ফিরছিলাম। গাড়িতে তিন বছরের মেয়ে ও পরিবারের আরও কয়েকজন সদস্য ছিল। মাঝ রাস্তায় হঠাৎ কিছু একটা এসে গাড়ির কাচে লাগে। আমার অনুমান গুলি চলেছে। গাড়িতেও সেই দাগ আছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।" কে বা কারা গুলি চালাল, কী কারণে এই ঘটনা ঘটল, সবকিছু খতিয়ে দেখছে পুলিশ।