শেষ আপডেট: 24th October 2024 08:29
দ্য ওয়াল ব্যুরো: রাতের অন্ধকারে পার্টি অফিসের সামনে গুলিবিদ্ধ তৃণমূলের যুব নেতা। ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে হাওড়া পুরসভার ৩১ নম্বর ওয়ার্ড। তৃণমূলের যুব নেতার নাম আব্দুল কাদির।
বুধবার রাত সাড়ে ১০ টা নাগাদ যুব নেতাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় রাতেই তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, যুব তৃণমূল নেতার অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার রাতে হাওড়ার শিবপুরে দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়েছিলেন আব্দুল। সেই সময় বাইকে চেপে তিন দুষ্কৃতী এসে যুব নেতাকে লক্ষ্য করে একের পর এক গুলি চালাতে শুরু করে। মুহূর্তের মধ্যে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। কমপক্ষে ৬ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ।
গুলির আওয়াজ শুনে এলাকায় স্থানীয়রা জড়ো হতেই পরিস্থিতি বেগতিক বুঝে বাইক নিয়ে এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় আব্দুলকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করায় বলে খবর। দুষ্কৃতীদের সকলের মাথায় হেলমেট ও মুখ ঢাকা থাকার কারণে কাউকে শনাক্ত করা যায়নি বলে খবর।
তবে কী কারণে এমন ঘটনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যক্তিগত কোনও শত্রুতার জের নাকি এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক কোনও যোগাযোগ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এলাকার সিসিটিভি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি বলে খবর।
স্থানীয়রাই তড়িঘড়ি তৃণমূল নেতাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। তৃণমূল নেতার শরীরে একাধিক গুলির আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে দুষ্কৃতীদের খোঁজ পেতে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। রাতে এমন ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।