শেষ আপডেট: 13th November 2024 14:50
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বুধবার রাজ্যের ছ'টি বিধানসভায় উপনির্বাচন। তার প্রাক্কালে আবারও ভোটের দাবি উঠল হাওড়ায়। দীর্ঘ ছয় বছর ঝুলে রয়েছে পুরভোট। কবে হবে জানা নেই শাসক দলের। আর বিরোধীরা বলছেন রাজনৈতিক সদিচ্ছাই নেই।
২০১৮ সালে হাওড়া পুরবোর্ডের মেয়াদ শেষ হয়েছে। তারপর থেকে ২০২৪ সাল পর্যন্ত পঞ্চায়েত ভোটতো হয়েইছে , হয়েছে লোকসভা ও বিধানসভার ভোটও। বুধবার ছ'টি বিধানসভার উপনির্বাচন। কিন্তু হাওড়া পুরভোট কবে হবে, এখনও জানা নেই। প্রশাসক দিয়েই কাজ চলছে। বাসিন্দাদের অভিযোগ, ৬৬ টি ওয়ার্ডের কোথাও ঠিকঠাক পরিষেবা মিলছে না।
তাঁরা বলেন, "দীর্ঘদিন ভোট না হওয়ায় সমস্তরকম পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছি। আবর্জনা রাস্তায় চলে আসছে। ড্রেনের জল বৃষ্টির সময় উপচে রাস্তায় ও বাড়িতে ঢুকছে। অবৈধভাবে জলাশয় ভরাট হচ্ছে, বেআইনি নির্মাণ হচ্ছে। জানাবেন কাকে?" তাঁদের বক্তব্য, ওয়ার্ডে কাউন্সিলর থাকলে তাঁকে সরাসরি বলার সুযোগ থাকত। কোনও দরকারে সার্টিফিকেটের প্রয়োজন হলে ছুটতে হয় হাওড়াতে। বিধায়ক বা সাংসদের কাছে। এই সমস্যার সমাধানের জন্য ভোট হওয়া খুবই দরকার।
হাওড়া জেলা সিপিআইএমের সম্পাদক দিলীপ ঘোষ বলেন, "এখনও নির্বাচন হল না রাজ্যের তুঘলকি সিদ্ধান্তের জন্য। একবার বালি পুরসভাকে হাওড়ার সঙ্গে জুড়ে দেওয়া আবার মনে হল বালি পুরসভা থেকে হাওড়া পুরসভাকে আলাদা করে নেওয়া, এসবই তুঘলকি সিদ্ধান্ত। বামেদের পক্ষ থেকেই নির্বাচনের জন্য আদালতে যাওয়া হয়েছিল। আদালত নির্বাচন করার জন্য বলেওছিল। কিন্তু শাসক দল নির্বাচন চায় না। নিজেরা যাতে লুটেপুটে খেতে পারে তার জন্য মনোনীত এই বোর্ড।"
জেলা বিজেপির সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য বলেন, "২০১৮ সাল থেকে অপেক্ষা চলছে, চাতক পাখির মতো কবে নির্বাচন হবে? এরা কোনও কিছু হলে অপরের ঘাড়ে ঠেলে দেয়। বালি পুরসভাকে হাওড়া পুরসভার সাথে জুড়ে দেওয়া ও আলাদা করার কারণ কি? এটা তো পাগলামি। পুর পরিষেবা দিতে ব্যর্থ বর্তমান পুরবোর্ড। দ্রুত নির্বাচন হোক।"
হাওড়ার পুর প্রশাসক সুজয় চক্রবর্তী অবশ্য পুর পরিসেবা মিলছে না, এই অভিযোগ মানতে নারাজ। তিনি বলেন, "শহরের মানুষ যাতে সমস্ত নাগরিক পরিষেবা পান সেটা আমরা দেখছি। পুর পরিষেবা মিলছে না, এটা আমরা মানতে পারলাম না।" অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্য়ায় পুরভোট করাতে সমস্ত রকম চেষ্টা করছেন বলেও তিনি দাবি করেন। তাঁর কথায়, আগের রাজ্যপাল যেহেতু বাধা দিয়েছিলেন তাই কাজটা অত সহজে হচ্ছে না।"
২০২৪ সাল শেষ হতে চলল। ২০২৬ সালে আবারও বিধানসভা নির্বাচন আসন্ন। তাহলে কি ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে হাওড়া পুরনির্বাচন হতে পারে? নাকি রাজ্যপাল এবং রাজ্যের সংঘাতের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাওড়া পুর নির্বাচন ঝুলেই থাকবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হাওড়ার আম জনতার।