শেষ আপডেট: 30th September 2024 17:32
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: রাতভর নিখোঁজ ছিল নাবালক ছেলে। খোঁজখুঁজির পরে পুলিশে মিসিং ডাইরিও করেছিল পরিবার। অবশেষে বাড়ির কাছেই একটি জলাশয়ে ভাসতে দেখা গেল নিখোঁজ ছেলের দেহ। এই ঘটনা নিয়ে শোরগোল ছড়িয়েছে হাওড়ার চামরাইলের উত্তরপাড়া এলাকায়। মাত্র দু'ফুট গভীর জলাশয়ে ডুবে কীভাবে মারা গেল ছেলে, ভেবেও কূলকিনারা পাচ্ছেন পরিবার। তাঁদের অভিযোগ, ছেলেকে কেউ বা কারা ডুবিয়ে খুন করেছে। পুলিশকে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছে পরিবার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই কিশোরের নাম রাকেশ বিশ্বাস। তার বাড়ি চামরাইলের উত্তরপাড়া এলাকায়। মৃতের মা মামুন বিশ্বাস জানিয়েছেন, তিনি কারখানায় কাজ করেন। রবিবার সেখানেই গেছিলেন। ছেলে ও মেয়ে বাড়িতেই ছিল। তিনি রাত ৯টার নাগাদ বাড়ি ফেরেন। দেখেন, ছেলে রাকেশ বাড়িতে নেই। মেয়েকে জিজ্ঞেস করায়, জানতে পারেন ছেলে কাছেই একটি জায়গায় গেছে। গভীর রাত পর্যন্ত রাকেশ বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন বাড়ির সকলে। এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। অবশেষে গভীর রাতে লিলুয়া থানায় গিয়ে 'মিটিং ডাইরি' করেন।
ভোরের আলো ফুটতেই ফের আশেপাশে ছেলের খোঁজ শুরু করেন আত্মীয়রা। অবশেষে বাড়ির কাছেই কিছুটা দূরে একটি ঝোপের ভেতরে জলাশয়ে নাবালকের দেহ ভাসতে দেখেন তাঁরা। রাকেশের মা মামুনের কথায়, ‘‘রাতে ছেলে ওখানে কীভাবে সেটাই বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে ছেলেকে কেউ কিছু করেছে। পুলিশ ভালো করে তদন্ত করে দেখুক।’’
একই কথা রাকেশের জেঠু রামমোহন বিশ্বাসের মুখেও। তিনি বলেন, "ভাইপো সাঁতার জানতো না। ও জলাশয় নামবে কেন? তাছাড়া জলাশয়ের সামনে একটি পুকুর রয়েছে। সেখানে কিছু হয়নি। দেহ পাওয়া গেল মাত্র ২ ফুট গভীর জলাশয়ে? এতগুলো প্রশ্ন আমাদের মাথায় ঘোরাফেরা করছে। কেউ বা কারা ওকে খুন করেছে বলেই মনে হচ্ছে।"