শেষ আপডেট: 31st January 2025 19:28
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: গলার নলি কাটা অবস্থায় এক বধূর রক্তাক্ত দেহ উদ্ধার হল জাঙ্গিপাড়া থানার ফুরফুরা ফুলবাগান এলাকায়। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ আফসানা বেগম (৩৬) নামে ওই মহিলাকে নিজের ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
এলাকার বাসিন্দারাই খবর দেন জাঙ্গিপাড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জাঙ্গিপাড়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ জানিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করা হয়েছে ওই বধূকে। এই ঘটনার সাথে কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতের দিদির জানান, তার বোন একাই থাকতেন বাড়িতে, স্বামী মাঝে মধ্যে যাতায়াত করতেন। তাদের পাঁচ সন্তান রয়েছে। একাধিক মহিলার সঙ্গে তাঁর বোনের স্বামীর সম্পর্ক ছিল। প্রতিবাদ করাতেই খুন বলে মনে করছেন তিনি।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ আধিকারিকদের সন্দেহ খুব ঘনিষ্ঠ কেউ এই খুনের সঙ্গে যুক্ত। ওই মহিলার স্বামীর খোঁজ শুরু করেছে পুলিশ। তবে এখনও খোঁজ মেলেনি।