শেষ আপডেট: 13th August 2024 20:56
দ্য ওয়াল ব্য়ুরো, হুগলি: গাড়ির হেডলাইট নেভাতে বলায় রাস্তায় ফেলে দুই যুবককে মারধর করার অভিযোগ উঠল পোলবা থানা এলাকায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি এক যুবক। মারে চোটে তাঁর চোখের তলায় কালসিটে পড়েছে, শরীরে একাধিক জায়গায় ক্ষত চিহ্ন হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পোলবা থানার পুলিশ।
রবিবার পোলবার রাজহাট দিল্লি রোডের পাশে একটি পানশালার সামনে রাত ১১টা নাগাদ একটি স্করপিও দাঁড়িয়ে ছিল। হেডলাইট জ্বলে। রাস্তার বিপরীত দিক থেকে গাড়ি চালকদের তাতে অসুবিধার মুখে পড়ে হচ্ছিল। বিজয় ঢালি ও তার বন্ধু শেখ ফারুক বাইক নিয়ে ওই গাড়ির সামনে দাঁড়িয়ে। গাড়ি চালককে হেডলাইট ডিপার করতে বলেন। পরামর্শ না মেনে উল্টে গাড়ি চালক বিজয়দের সঙ্গে তর্কাতর্কি শুরু করে দেন। এরপর স্করপিও থেকে চার-পাঁচজন নেমে বিজয় ও ফারুককে মারধর করে বলে অভিযোগ।
ছবি পানশালার সিসি ক্যামেরায় বিজয়কে রাস্তায় ফেলে মারার ছবি ধরা পড়ে। আহত দুই যুবক বাড়ির লোককে খবর দেয়। বিজয়ের ভাই সুজয় গিয়ে তাঁদের উদ্ধার করে। পোলবা থানায় ঘটনার অভিযোগ দায়ের করেন। আপাতত ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন বিজয়। পোলবা থানার পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু হয়েছে।