হুগলির স্কুলে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিক্ষোভ
শেষ আপডেট: 10th September 2024 17:29
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কথায় কথায় পুলিশ ডাকেন প্রধান শিক্ষিকা! অভিযোগ তুলে প্লাকার্ড হাতে বিক্ষোভ সহ শিক্ষিকারা। তাঁদের সঙ্গে যোগ দিল পড়ুয়ারাও। যদিও প্রধান শিক্ষিকার অভিযোগ তাঁকে হেনস্থা করা হয়েছে। এমন ঘটনাকে কেন্দ্র করে তেতে উঠল শ্রীরামপুরের রমেশ চন্দ্র গার্লস স্কুল।
প্রধান শিক্ষিকা লোপামুদ্রা সাঁতরার অভিযোগ, স্কুলের কম্পিউটার অপারেটর তার কাজে লাগাতার ভুল করেন। তাঁকে কিছু বলতে গেলে অশিক্ষক কর্মচারীরা এবং স্কুলের সহ শিক্ষিকাদের একাংশ তাঁর বিরুদ্ধে কথা বলেন। সোমবার এ নিয়ে একটি মিটিং ছিল। সেই মিটিংয়ে স্কুলের ক্লার্ক সুব্রত মুখোপাধ্যায় তাঁকে সবার সামনে হেনস্থা করেন। তাই তিনি পুলিশ ডেকেছিলেন।
এই ঘটনার জেরে মঙ্গলবার স্কুলে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হন অশিক্ষক কর্মী থেকে শিক্ষিকারা। তাঁদের সঙ্গে যোগ দেয় ছাত্রীদের একাংশ। এতে পঠনপাঠন বন্ধ করে বিক্ষোভ চলতে থাকে। পরিস্থিতি সামলাতে এদিন ফের পুলিশকে স্কুলে যেতে হয়। অভিভাবকরাও স্কুলে জড়ো হন। বিক্ষোভকারী শিক্ষিকাদের সঙ্গে তাদের তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। তখন স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে বলে প্রধান শিক্ষিকা প্রতিবাদ জানালে বিক্ষোভকারী সহশিক্ষিকারা তাঁর সঙ্গে তর্কাতর্কি শুরু করেন।
প্রধান শিক্ষিকার অভিযোগ, স্কুলে নানারকম দুর্নীতি হচ্ছে। মিড ডে মিলের হিসাবেও না গরমিল তাঁর নজরে এসেছে। সেই নিয়ে কথা বলতে গেলেই তাঁকে দমিয়ে দেওয়া হয়। তিনি খারাপ হয়ে যান। স্কুলে যাতে পঠন-পাঠনের ভালো পরিবেশ গড়ে ওঠে সেই চেষ্টাই চালাচ্ছেন। তাতেই নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁকে।
স্কুলের সহ-শিক্ষিকা নবনীতা দাস এপ্রসঙ্গ বলেন, "প্রধান শিক্ষিকা অভিযোগ করেছেন, তাঁকে নাকি আরজি কর করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। কিছু হলেই স্কুলে পুলিশ ডাকেন। এমন পরিস্থিতির মধ্যে স্কুলে কোনওভাবেই পড়ানো যায় না। তাই বিহিত চেয়ে আমরা বিক্ষোভ দেখিয়েছি।"
প্রধান শিক্ষিকাকে হেনস্থায় অভিযুক্ত ক্লার্ক সুব্রত মুখোপাধ্যায় বলেন, " প্রধান শিক্ষিকা যখন তখন শ্লীলতাহানির অভিযোগ করে ফাঁসিয়ে দেবেন বলে হুমকি দেন।যে দুর্নীতির অভিযোগ উনি করছেন সম্পূর্ণ মিথ্যা। শুধু অভিযোগ করলে হবে না, উনি প্রমাণ করুন। আমরাও চাই স্কুলটা ভালোভাবে চলুক। কিন্তু সেটা উনি হতে দিচ্ছেন না।কম্পিউটারের যে কাজ করেন গত ১৪ বছর ধরে স্কুলের জন্য সময় দিয়েছেন। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।আমরা এইসব বিষয়েরই প্রতিবাদ জানাচ্ছি।"