শেষ আপডেট: 21st September 2024 17:32
দ্য ওয়াল ব্য়ুরো, হুগলি: ভরা ক্লাসে ছাত্রদের মাথায় আচমকাই ভেঙে পড়ল চলন্ত ফ্যান! রক্তারক্তি কাণ্ড ঘটে গেল পোলবার একটি স্কুলে। এই ঘটনায় আহত হয় তিন ছাত্র। একজনের মাথা ফেটে যায়। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে পোলবার বেলগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে উত্তেজনা ছড়ায়।
স্কুলের প্রধান শিক্ষক দিলীপ দাস জানিয়েছেন, স্কুলে চতুর্থ শ্রেণির ক্লাস চলছিল। একটি সিলিং ফ্যান হঠাৎ খুলে পড়ে যায় ছাত্রের উপর। রণজিৎ, আকাশ ও ঋক সাঁতরা নামে তিনছাত্র আহত হয়। রণজিতের মাথা ফেটে যায়। তাদের দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের পোলবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রণজিতের মাথায় পাঁচটি সেলাই পড়েছে।
আহত এক ছাত্রের দাবি, "আমরা ক্লাসে পড়াশোনা করছিলাম, হঠাৎ পাখাটা পড়ে গেল।" হাত-পায়ে আঘাত লাগায় কেঁদে ফেলে এক ছাত্র। তার কথায়, "খুব যন্ত্রনা হচ্ছে। আর দুই বন্ধুর লেগেছে। একজনের মাথায় লেগেছে।"
এই ঘটনার পরেই ক্লাসরুমের সংস্কার নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। এখন তাঁরা স্কুলে ছেলে-মেয়েদের পাঠাতে ভয় পাচ্ছেন। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, এটা নিছক দুর্ঘটনা। ক্লাসরুম রক্ষণাবেক্ষণ করা হয়। পাখাটা যে বিপজ্জনকভাবে খুলে পড়বে, সেটা কেউই বুঝতে পারেননি। আহত ছাত্রদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।