শেষ আপডেট: 25th September 2024 12:52
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আরজি কর কাণ্ডের প্রতিবাদে অনেকেই পুজোর অনুদান ফিরিয়েছেন। কিন্তু এবার শুধু অনুদান নয়, বিদ্যুতের বিলে ছাড়ও না নেওয়া সিদ্ধান্ত নিল হুগলির এক পুজো কমিটি।
এবার শ্রীরামপুর কলোনির দুর্গাপুজো ৭৫ বছরে পা রাখল। আগে চাঁদা তুলেই পুজো হল। কয়েকবছর ধরে পুজোর অনুদান পেয়ে আসছে এই পুজো কমিটি। কিন্তু আরজি কর কাণ্ডের ঘটনা পুজো উদ্যোক্তাদের নাড়িয়ে দিয়েছে। তাই উৎসবের আবহে প্রতিবাদের আগুন জ্বালিয়ে রাখতে চাইছেন তাঁরা। এই মধ্যেই উত্তরপাড়ার তিনটি, কোন্নগরের তিনটি, পুজো সরকারি অনুদান ফিরিয়েছে। এবার সেই তালিকায় নাম লেখাল শ্রীরামপুর কলোনির পুজোয়ও। সদস্যরা মিটিং করে সিদ্ধান্ত নেন, যে আরজি করের ঘটনার প্রতিবাদে তারা পুজোর অনুদানের ৮৫ হাজার টাকা নেবেন না। সঙ্গে বিদ্যুতের বিলে যে ছাড় সরকার দেয়, সেই সুবিধাও নেবেন না তাঁরা।
পুজো কমিটির সহ-সভাপতি বনবিহারী দত্ত বণিক বলেন, " মা আসার আগেই মেয়ের বিদায় হয়েছে। উৎসবে ফিরতে চাইছে না কারও মন। তাই নিজেদের যতটুকু সাধ্য সেই অনুযায়ী নিয়মনিষ্ঠা মেনে দুর্গাপুজো হবে।শুধু পুজোর অনুদান না সরকার যে বিদ্যুতের ছাড় দেবে বলেছিল সেই ছাড়ো আমরা নিচ্ছি না। একশ শতাংশ বিদ্যুতের দাম মিটিয়ে পুজো হবে। আমাদের এই সিদ্ধান্তে পাশে সহমত দিয়েছেন এলাকার মানুষ। তাঁরাও পুজোর জন্য বেশি করে চাঁদা দিচ্ছেন। ডাক্তারি পড়ুয়ার উপর যে অত্যাচার হয়েছে, তার আমরা বিচার চাই।"
পুজো কমিটির সম্পাদক তপন ঘোষ বলেন, "আরজি করের ঘটনা আমাদের ভীষণভাবে উদ্বিগ্ন করেছে। পুজো সঙ্গে যুক্ত সবাইকে একটি সভা ডাকা হয়েছিল। সেই সভায় ৯০ শতাংশ সদস্য পুজোর অনুদানের সঙ্গে বিদ্যুতের বিলের পক্ষে মত দিয়েছেন।"