নাবালিকার অস্বাভাবিক মৃত্যু, ধৃত স্বামী-শ্বশুর-নিজস্ব চিত্র
শেষ আপডেট: 28th January 2025 19:39
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বছর খানেক আগে ভালোবেসে বিয়ে করেছিল এক নাবালিকা। সোমবার তার অস্বাভাবিক মৃত্যু হল শ্বশুরবাড়িতে। তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করল পুলিশ।
নাবালিকার বাবার অভিযোগ বিয়ের পর থেকে তাঁর মেয়েকে নির্যাতন করা হত শ্বশুড়বাড়িতে। সোমবার সন্ধ্যায় মেয়ের শ্বশুরবাড়ি থেকে ফোন করে বলা হয় খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, "শুনেই আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ি। চারদিকে খোঁজ শুরু করি মেয়ের। এরপর মগড়া স্টেশনের কাছে ওকে খুঁজে পাই। এরপর মেয়েকে বাড়ি দিয়ে আসি।রাতে জামাই ফোন করে বলে গলায় দড়ি দিয়েছে।"
এরপর মেয়ের শ্বশুড়বাড়ি গিয়ে দেখেন বিছানায় পড়ে রয়েছে সে। তাকে তুলে মগড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানিয়ে দেন মৃত্যু হয়েছে। তিনি জানান, শ্বশুর বাড়ির কেউ মেয়েকে হাসপাতালে নিয়ে যায়নি।
এরপরেই মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ৮৫/৮০(২)/৩(৫) বিএনএস ও ৬(১) পকসো ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মগড়া থানার পুলিশ। গ্রেফতার করা হয় ওই নাবালিকার স্বামী ও শ্বশুরকে। আজ ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করা হয়। নাবালিকার মৃতদেহের ময়না তদন্ত হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে।