শেষ আপডেট: 6th October 2024 14:31
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: এবার ডাক্তারদের স্টাইপেন্ড নিয়ে খোঁচা দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। বললেন, "ডাক্তারবাবুরা কাজে যোগ দিয়েছেন ভালো কথা। কিন্তু আমার প্রশ্ন হল, ৫৯ দিন ধরে কর্মবিরতি করলেন। আবার ৩২ হাজার টাকা করে স্টাইপেন্ড নিলেন। কী করে? কাজ করলেন না। অথচ হাজিরা খাতায় সই করলেন। এটা তো তঞ্চকতা। বিপ্লবের নামে বাংলার মানুষের সঙ্গে তঞ্চকতা করলেন। এটা মেনে নেওয়া যায় না।"
রবিবার তৃতীয়ায় কোন্নগর নবগ্রামে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল শ্রীরামপুরের সাংসদ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন কল্যাণ। তাঁর কথায়, " কাজও করবেন না, আবার স্টাইপেন্ডের টাকা নেবেন, এটা ফ্রড। এই বিপ্লব, ফ্রডের উপর করেছেন। মানুষ জানুক। অনেক কথা বলেছেন আপনারা ক্রাইম সিনের ব্যাপারে। আপনারা জানেন, আপনারা সিবিআইকে গিয়ে বলবেন।"
এরপরেই কয়েকজন চিকিৎসকের নাম করে তৃণমূল সাংসদ বলেন, "সিবিআই কি সত্যি সত্যি তদন্ত করছে নাকি একপেশে তদন্ত করছে। যদিও এদের সিসিটিভিতে দেখা যায়নি। কিন্তু এরাই তো ছিল। কারা নিয়ন্ত্রণ নিয়েছিল সেমিনার হলের উত্তর চাই। অন্তত সিবিআই উত্তরটা খুঁজে বের করুক। আমরা দলের প্রতি কমিটেড কিন্তু আপনারা ডাক্তাররা মানুষের কাছে কমিটেড। সেই কমিটমেন্টটা মানুষের কাছ রাখলেন কোথায়?"
সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের আগে আরজি কর আন্দোলন নিয়ে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক চিকিৎসকদের বেতন প্রসঙ্গে খোঁচা দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। পরে অবশ্য তিনি ক্ষমা চেয়ে নেন।