শেষ আপডেট: 13th February 2025 18:41
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: একের পর এক গাছ কাটা হচ্ছে, খবর পেয়েই ব্যান্ডেল কাজিডাঙায় ছুটে গেলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।
এলাকার বাসিন্দারা জানান, ব্যান্ডেল কাজিডাঙা বামনবাগান খুব শান্তিপ্রিয় জায়গা। তাঁরা সবাই মিলেমিশে থাকেন। এখানে একটি আমবাগান রয়েছে সেখানে প্লটিংয়ের জন্য গাছ কাটা শুরু হয়েছে। আর তাই নিয়েই অশান্তি। এলাকার বাসিন্দা বিশাল গুপ্তা বলেন, ‘‘খোঁজ নিয়ে জানতে পারি বন দফতর থেকে গাছ কাটার অনুমতি নিয়ে আসা হয়েছে। কিন্তু যে পরিমাণ গাছ কাটবে বলে অনুমতি নিয়েছে তার থেকে বেশি গাছ কাটা হচ্ছে। পাশাপাশি এখানে বাইরে থেকে লোকের আনাগোনা বাড়ছে। এখানে বাইরের লোক এসে মদ্যপান করছে। পাড়ার ছেলেরা কাজে চলে যায়, বাড়িতে মহিলারা থাকে। তাই তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। কিছু বলতে গেলে জমির মালিক কোর্টের নোটিস পাঠাচ্ছে।’’
বৃহস্পতিবার তাঁরা একজোট হয়ে বিধায়ককে জানান। তারপরেই সেখানে পৌঁছন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পীযুষ কান্তি ধরকে সঙ্গে নিয়ে এলাকা ঘুরে দেখেন। পরে বলেন, ‘‘এলাকার লোকের সাথে কথা বলে জানতে পারি এখানে প্লটিং করা হবে তাই গাছ কাটা হচ্ছে। বন দফতরের থেকে গাছ কাটার অনুমতি নেওয়া হয়েছে কিন্তু যে পরিমান গাছ কাটবে বলে তারা অনুমতি নিয়েছে তার থেকে বেশি গাছ কাটা হয়েছে। আবার অনেক গাছ কাটার জন্য নতুন করে নম্বর দেওয়া হয়েছে। কোনও কোনও গেছে একই নম্বর দুইবার করে দেওয়া হয়েছে।’’
এলাকাবাসী অভিযোগ করে রাত হলেই এখানে মদের আসর বসে। এলাকার কেউ কিছু বলতে গেলে তাদের কোর্টে নোটিস পাঠানো হচ্ছে। বিধায়ক বলেন, ‘‘আমি কোনও দাদাগিরি বরদাস্ত করব না। কোনও গুন্ডারাজ চলবে না। আমি এলাকা ঘুরে দেখলাম ব্যান্ডেল ফাঁড়ির ওসিকে ডেকে পাঠিয়েছিলাম। উনি ঘটনাস্থলে আসেন। ওনাকেও বিষয়টা জানালাম। আমি চুঁচুড়া থানার আইসি এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনারকেও বিষয়টা জানিয়ে রাখব যাতে আগামী দিনে একটিও গাছ নতুন করে না কাটতে পারে তার ব্যবস্থা করব।’’