মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১৩ বছরের ছেলের-প্রতীকী
শেষ আপডেট: 15th September 2024 18:56
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মাকে বাঁচাতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১৩ বছরের এক কিশোরের! রবিবার এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পান্ডুয়ার খন্যান দক্ষিণপাড়া এলাকায়। মৃত কিশোরের নাম অরিত্র ঘোষ। স্থানীয় স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত সে।
পরিবার সূত্রে জানা গেছে, বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন কিশোরের মা। মাকে বাঁচাতে ছুটে যায় অরিত্র। মাকে সরিয়ে দিয়ে ঝুলে থাকা বিদ্যুতের তারটি ধরে ফেলে সে। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। তড়িঘড়ি বাড়ির লোক স্থানীয়দের সহযোগিতায় অরিত্রকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।কিশোরের দেহময়না তদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠিয়েছে পান্ডুয়া থানার পুলিশ। এমন ঘটনায় শোকের ছায়া নামে পরিবার সহ গোটা এলাকায়।
প্রতিবেশী সুকুর আলি সরকার জানিয়েছেন, ওই কিশোরের মিটার বক্সের সামনে একটি বিদ্যুতের তার খোলা অবস্থায় ঝুলছিল। তাতে বিদ্যুৎস্পৃট হন কিশোরের মা। তাঁকে বাঁচাতে ছুটে গেছিল ছেলে। কিন্তু সেই তার ছুঁয়ে ফেলায় ছেলেটি বিদ্যুৎস্পৃষ্ট হয়। কয়েক সেকেন্ডের মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে যায়।
হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান, বাড়িতেই বিদ্যুৎপৃষ্ট হয় ওই কিশোর।পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। তাঁকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হয়।