শেষ আপডেট: 6th January 2025 13:26
দ্য ওয়াল ব্যুরো: ট্রেন থেকে নেমে বাজারের দিকে এগোচ্ছিলেন এক মহিলা। হাতে দুটো বাজারের ব্যাগ নিয়ে মাছ বাজারের কাছে যেতেই জিআরপি গিয়ে পাকড়াও করে তাঁকে। পুলিশ ব্যাগের তল্লাশি চালিয়ে দেখে, ছোট ছোট মোট ২১টি কচ্ছপ রয়েছে তার ভেতরে। ব্যাগে করে নিয়ে যাচ্ছিলেন মহিলা।
ওই মহিলা যখন থেকে ট্রেনে উঠেছিলেন, তখন থেকেই একটা বোঁটকা গন্ধ বেরোচ্ছিল। পরে বোঝা যায়, সেই গন্ধটা মহিলার ব্যাগ থেকেই আসছিল। কিন্তু ব্যাগ নিয়ে ট্রেন থেকে নেমে যাওয়ার পর গন্ধ উধাও হয়ে যায়। তাতেই সন্দেহ দানা বাঁধে যাত্রীদের। খবর দেওয় হয় জিআরপিতে।
এদিকে আবার জিআরপির কাছেও গোপন সূত্রে খবর ছিল কচ্ছপ পাচার হচ্ছে। খবর পেয়ে ওই মহিলাকে চন্দননগর স্টেশন থেকে আটক করে রেল পুলিশ।
ব্যাগে তল্লাশি চালিয়ে দেখা যায়, ছোট ছোট কচ্ছপ রয়েছে তার মধ্যে। মোট ২১টি কচ্ছপ দু'টি ব্যাগে করে নিয়ে যাচ্ছিলেন মহিলা। তাঁকে জেরা করে জিআরপি জানতে পারে, বিহার থেকে দূন এক্সপ্রেসে ওই কচ্ছপ নিয়ে আসা হয়েছিল।
গোপন সূত্রে খবর পেয়ে শেওড়াফুলি জিআরপি চন্দননগর স্টেশন মহিলাকে আটক করে। চন্দননগর স্টেশন লাগোয়া মাছ বাজারের কাছে ব্যাগ তল্লাশি করে কচ্ছপ পাওয়া যায়।
বেআইনিভাবে বিক্রি করতেই ওই ২১টি কচ্ছপ নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা যায়। জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে এখানে কার কাছে বিক্রি করা হত। মহিলার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।