শেষ আপডেট: 31st January 2025 19:19
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: রোড সেফটি মেলায় হেলমেট বিতর্ক! সাধারণ মানুষের নাম করে শাসক দলের নেতা কর্মীদের মধ্যে হেলমেট বিলি হয় বলে অভিযোগ। বিজেপির কটাক্ষ, শাসক নেতারা ট্রাফিক আইন মানেন না, তাই তাদের হেলমেট দিতে হয়।
সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে। পরিবহণ দফতরও পথ নিরাপত্তায় জোর দিয়েছে। শুক্রবার চুঁচুড়ায় ইন্ডোর স্টেডিয়ামে রোড সেফটি মেলার আয়োজন করে হুগলি জেলা পরিবহণ দফতর। উপস্থিত ছিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী,হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, বিধায়ক অসিত মজুমদার- সহ জেলা প্রশাসনের আধিকারিকরা।
সেই অনুষ্ঠানে যাঁদের হাতে হেলমেট তুলে দেওয়া হয়, তারা তৃণমূলের কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য, বিধায়কের গাড়ির চালক বলে অভিযোগ। বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন,তৃণমূলের যাঁরা কাউন্সিলর বা পঞ্চায়েতের প্রতিনিধি, তারা কেউ সচেতন নন এটা ধরে নিতে হবে। পরিবহণ মন্ত্রীর অনুষ্ঠানে হেলমেট দেওয়া হল কাদের? তৃণমূলের জনপ্রতিনিধি থেকে নেতাদের। তৃণমূল চুরি করতে করতে সরকারি পয়সা সব শেষ করে দিয়েছে। এদিকে একটা সামান্য হেলমেট নিতেও তারা কার্পণ্য বোধ করছেন না। সরকারি অনুষ্ঠানেও তৃণমূলের লোকজনকে কিছু পাইয়ে দেওয়ার রাজনীতি চলছে।"
যদিও পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, "রাজ্যে বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠান করে সাধারণ মানুষের হাতে হেলমেট তুলে দিচ্ছি। আমি জাঙ্গিপাড়াতেও প্রায় আড়াইশো হেলমেট দিয়েছি। সেখানে সাধারণ মানুষও পেয়েছেন।
যিনি টু হুইলার চালান তিনি এমএলএ না এমপি না জনপ্রতিনিধি না সাধারণ মানুষ এটা বিচার্য নয়। যিনি টু হুইলার চালাচ্ছেন তাঁদের নিরাপত্তা দরকার। প্রতিটা মানুষেরই নিরাপত্তা দরকার।"
চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারও বলেন, "এখানে জনপ্রতিনিধি বা সাধারণ মানুষ কারও কোনও সিম্বল নেই। যারা টু হুইলার চালায় তাদের দেওয়া হয়েছে।"