শেষ আপডেট: 23rd July 2024 16:53
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আবারও চোর সন্দেহে এক মহিলাকে ইলেকট্রিক পোস্টে বেঁধে হেনস্থার অভিযোগ উঠল। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির তারকেশ্বরে।
অভিযোগ, পুলিশে খবর না দিয়ে গ্রামবাসীরাই শুরু করে চুরির তদন্ত। চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে মহিলার হাত বেঁধে টোটোতে চাপিয়ে গোটা গ্রামে ঘুরে বেড়ায় বাসিন্দারা। এরপর একটি ইলেকট্রিক পোস্টে বেঁধে রেখে হেনস্থা করা হয়। আইন নিজের হাতে তুলে না নিয়ে সন্দেহভাজন কিছু দেখলে থানার ফোন করার জন্য নিয়মিত প্রচার চালাচ্ছে জেলা পুলিশ। তারপরেও এমন ঘটনা রোখা যাচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে এক মহিলা একটি শিশুকে সঙ্গে নিয়ে ভিক্ষা করছিলেন। এদিনই ভাণ্ডারী পাড়ায় একটি ফাঁকা বাড়িতে চুরি হয়। গ্রামবাসীদের দাবি, ওই মহিলাই চুরি করে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। ওই মহিলার খোঁজ শুরু করে দেন গ্রামবাসীরা। অবশেষে তারকেশ্বরের চাউল পট্টি এলাকায় ওই মহিলাকে দেখতে পেয়ে তাঁর হাত বেঁধে টোটোয় চাপিয়ে গ্রামে নিয়ে আসা হয়। একটি পোস্টে বেঁধে শুরু হয় হেনস্থা।
গ্রামের বাসিন্দা মানসী ভাণ্ডারী বলেন, "কলে কাপড় কাচছিলাম। সে সময় এক মহিলা ঘরে ঢুকে পড়ে। ঘর থেকে কলসি বের করেছিল। বিছানার চাদর উল্টে কিছু টাকা পয়সাও নিয়েছে। আধার কার্ড-ব্যাঙ্কের বই সব জলে ফেলে দিয়েছে। ধরব বলে যেতেই মাঠ দিয়ে ছুটে পালাল।"
হুগলি গ্রামীণ পুলিশের সুপার কামনাশিস সেন অবশ্য জানিয়েছেন, মহিলাকে ধরে রেখেছিল। মারধর করা হয়নি। পুলিশ তাকে উদ্ধার করেছে।