গ্রেফতার সোমাইয়া খাতুন
শেষ আপডেট: 8th December 2024 13:15
দ্য ওয়াল ব্যুরো: এমনিতে সব ঠিকই ছিল। কিন্তু সম্প্রতি কিছু ব্যাপারে গণ্ডগোল শুরু হয়। সেই রাগ থেকেই প্রেমিকের যৌনাঙ্গ কেটে ফেললেন তরুণী।
ঘটনা শুক্রবার রাতের হাওড়ার ডোমজুড় থানা এলাকার। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ ওই তরুণীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে।
স্থানীয়দের কথায়, আব্দুর রহমান নামে ওই যুবকের সঙ্গে সোমাইয়া খাতুনের অনেক দিনের সম্পর্ক। দু'জনের বাড়ির লোকই তাঁদের সম্পর্কের ব্যাপারে জানে।
যা খবর, সম্প্রতি দু'জনের মধ্যে মন কষাকষি চলছিল। বেড়েছিল বচসাও। ঘটনার দিন রাতে প্রেমিককে নিজের বাড়িতে ডেকে পাঠান ওই তরুণী। সেই মতো উপস্থিত হন আব্দুর। দু'জনে খাতির করা কথাবার্তাও বলেন। তার পরই আব্দুরকে বাড়ির কাছের একটা বাগানে নিয়ে যান সোমাইয়া। সেখানে গাছে প্রেমিকের হাত-পা-চোখ বেঁধে দেন। তার পরপরই তরুণী ধারালো অস্ত্র বার করে প্রেমিকের যৌনাঙ্গে কোপ মারেন।
যুবকের আর্তনাদ শুনে স্থানীয়রা ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় যুবককে দেখে ঘাবড়ে যান সকলে। ততক্ষণে তরুণী স্বীকারও করে নেন যে তিনিই ঘটনাটা ঘটিয়েছেন।
এরপরই স্থানীয়রা পুলিশে খবর দিলে দ্রুত তদন্তকারীরা ঘটনাস্থলে আসেন। প্রথমে সোমাইয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় সোমাইয়া বলেন, প্রেমিক তাঁকে ব্ল্যাকমেল করতেন। তাই তাঁকে শিক্ষা দিতে যৌনাঙ্গ কেটে ফেলেছেন। কী নিয়ে ব্ল্যাকমেল চলত তা জানার চেষ্টা করছে পুলিশ। মনে করা হচ্ছে, জোর করে হাত-পা-চোখ বেঁধে দেওয়া তো অত সহজ না, সম্ভবত আদরের বাহানা করেই এই কাণ্ড ঘটানো হয়েছে।