শেষ আপডেট: 28th October 2024 14:33
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কয়েক দিন ধরে উত্যক্ত করছিল, এবার বাসের মধ্যে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল কন্ডাক্টরের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় হরিপাল বাসস্ট্যান্ড এলাকায়।
ঘটনা জানাজানি হতেই অভিযুক্ত বাস কন্ডাক্টর সত্যানন্দ ঘোষকে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। পুলিশ সূত্রে জানা গেছে, হরিপাল-চুঁচুড়া ১৮ নম্বর রুটের বাসে হারিট থেকে হরিপাল যায় ওই ছাত্রী। তাঁর অভিযোগ, গত কয়েকদিন ধরেই ওই কন্ডাক্টর তাকে অশালীন ইঙ্গিত করত। ভয়ে সে কাউকে কিছু জানাতে পারেনি।
সোমবার ফের একই ঘটনা ঘটায় হরিপাল বাস স্ট্যান্ডে নেমে কান্নাকাটি জুড়ে দেয় সে। তারপরেই বিষয়টি কানে যায় স্থানীয় মানুষজনের। বাসের কন্ডাক্টরের কুকীর্তির কথা জানতে পেরে তার উপরে চড়াও হন তাঁরা। উত্তেজিত জনতা বেধড়ক মারধর করে ওই বাস কন্ডাক্টরকে। তুমুল শোরগোল পড়ে এলাকায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। জনতার হাত থেকে উদ্ধার করে অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায়। ওই ছাত্রী হরিপাল থানায় অভিযোগ করে। পুলিশ জানিয়েছে, ঘটনা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।