বেলগাছিয়া ভাগাড়
শেষ আপডেট: 27 March 2025 10:28
দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার বেলগাছিয়ায় (Howrah Belgachia) গৃহহীন ২০০ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা প্রশাসনের। জেলাশাসক পি দীপাপ প্রিয়া জানিয়েছেন আজ অর্থাৎ বৃহস্পতিবার, ৬০টি অতি ক্ষতিগ্রস্ত (Compensation) পরিবারের হাতে ১৫ হাজার এবং তুলনায় অল্প ক্ষতিগ্রস্ত ১১৩টি পরিবারের হাতে ১০ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হবে।
জল-যন্ত্রণা (Howrah Water Problem) থেকে খানিকটা রেহাই পেয়েছেন হাওড়ার মানুষ। বেলগাছিয়ার যে ভাগাড় নিয়ে এত হইচই সেখান থেকে ধাপে ধাপে আবর্জনা কলকাতার ধাপায় সরানো হচ্ছে। অন্যদিকে, স্থানীয় একটি স্কুল ও কন্টেনার এনে সেখানে গৃহহীনদের অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে। যা নিয়ে যথেষ্ট ক্ষোভ রয়েছে এলাকাবাসীর। তাঁদের দাবি, মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করে দিতেই হবে প্রশাসনকে।
বস্তুত, গত মঙ্গলবারই বেলগাছিয়ার পরিস্থিতি নিয়ে একপ্রস্থ বৈঠকে বসে পুর ও নগরোন্নয়ন দফতর। যেখানে উপস্থিত ছিলেন হাওড়া ও বালি পুরসভার আধিকারিকরাও। সূত্রের খবর সেখানেই প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছিল আপাতত কন্টেনার এবং স্কুলবাড়িতে আশ্রয় দেওয়া হবে। এবং পরিস্থিতি খানিকটা সামলে নিয়ে বিধ্বস্ত এলাকার সয়েল বা মাটি পরীক্ষা করে আবাস যোজনার মাধ্যমে পাকাবাড়ি তৈরি করে দেওয়া হবে।
প্রসঙ্গত, ভাগাড়ে ধসের কারণে গৃহহীন হয়েছে মোট ২৬০টি পরিবার। বাকি পরিবারগুলিও ক্ষতিপূরণের দাবি তুলেছে। প্রশাসনের তরফে বৃহস্পতিবার ক্ষতগ্রস্তদের চেক দেওয়ার পাশাপাশি পুনর্বাসন এবং জঞ্জাল অপসারণ নিয়েও বিকল্প উপায় খুঁজতেও ফের একবার পুর নগরোন্নয়ন দফতরের আরও একদফা বৈঠকে বসার কথা রয়েছে হাওড়া পুরসভার।