শেষ আপডেট: 13th January 2025 18:39
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আইআরসিটিসি'র মাধ্যমে ট্রেনে বিরিয়ানির বিক্রির বরাত পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা! এক অভিযুক্তকে ধরে পুলিশে দিলেন বিরিয়ানি ব্যবসায়ী।
হুগলি চুঁচুড়া শহরে যত্রতত্র বিরিয়ানির দোকান। লাল কাপড় ঘেরা বড় বড় হাঁড়ি থেকে বেরোনো বিরিয়ানির সুবাস খাদ্য রসিকদের আকর্ষণ করে। সেই বিরিয়ানি এবার দূরপাল্লার ট্রেন যাত্রীদের বিক্রির লোভ দেখিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠল। চুঁচুড়া ঘড়ির মোড়ে বিরিয়ানির দোকান রয়েছে মহম্মদ গুলাম সাবিরের। তাঁর অভিযোগ, হুগলি ঘাট মোগলপুরা এলাকার বাসিন্দা নিত্যানন্দ দিক্ষিত কয়েকদিন আগে চুঁচুড়া স্টেশন এলাকার এক ব্যাক্তিকে নিয়ে আসেন বিরিয়ানির দোকানে। তারা জানান, ট্রেনে আইআরসিটিসি বিরিয়ানি বিক্রির সুযোগ দিচ্ছে। প্রতিদিন ষোলোশো প্যাকেট বিরিয়ানি দিতে হবে নব্বই টাকা দরে।
গুলাম সাবির তার পরিচিত আরও তিনটি দোকানকে নিয়ে মোট চারটি দোকানের জন্য চুক্তি করেন। সেখানে কোর্ট পেপারে চুক্তি হয়। আইআরসিটিসি থেকে ভেরিফিকেশন কোড দেওয়া হয় মোবাইলে। চারটি দোকান থেকে পঞ্চাশ হাজার করে মোট দুই লাখ টাকা নেয় দুজন। প্রসেসিং ফিজ হিসাবে বারোশো আশি টাকা করেও নেয়।
গতকাল রাতে আরও টাকা নিতে এক যুবক দোকানে আসে। এর মধ্যে ব্যবসায়ীরা খোঁজ নিয়ে জানতে পারেন দূরপাল্লার ট্রেনে খাবার সরবরাহ বা টেন্ডার যা কিছু হয় অনলাইনে হয়। নগদ টাকা দিয়ে কিছু হয় না। নিত্যানন্দকে ধরে দোকানে বসিয়ে রাখেন ব্যবসায়ীরা। টাকা ফেরত দিতে বলেন। নিত্যানন্দ যার সূত্রে এই কাজ করেছিল সেই রবি মজুমদারকে ফোন করেও পাওয়া যায়নি। এরপরেই বিরিয়ানি ব্যবসায়ী পুলিশ ডেকে প্রতারককে ধরিয়ে দেন। পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে।