শেষ আপডেট: 7th January 2025 19:34
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: একাধিক চৌবাচ্চায় পুরসভার জলেই চলছে রঙিন মাছের ব্যবসা। অভিযোগ পেয়ে সরেজমিনে দেখতে গেলেন কাউন্সিলর-পুরো পারিষদ ও জল দফতরের কর্মীরা। কারবার দেখে চক্ষু চড়কগাছ তাঁদের। সঙ্গে সঙ্গে জলের লাইন কাটার নির্দেশ দিলেন তাঁরা।
হুগলি চুঁচুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাপাসডাঙা নিউ জিএড কলোনির বাসিন্দা রতন বিশ্বাস বাড়িতে ষোলোটি চৌবাচ্চা বানিয়ে রঙিন মাছ চাষ করছেন। একটি বাড়ির জন্য একটি জলের লাইন নিয়ে তা পাশের বাড়িতেও ব্যবহার করা হচ্ছে। অথচ জল পাচ্ছেন না বাসিন্দারা। এলাকাবাসীর এমন অভিযোগ পান বিধায়ক অসিত মজুমদার। জন সংযোগে গিয়ে বিধায়কের পায়ে চিড় ধরায় তিনি বাড়িতে রয়েছেন। তাই স্থানীয় কাউন্সিলর ও জল দফতরকে বিষয়টি দেখতে বলেন তিনি।
মঙ্গলবার সকালে কাউন্সিলর নির্মল চক্রবর্তী, জল দফতরের পুরো পারিষদ দিব্যেন্দু অধিকারী ও দফতরের কর্মীদের নিয়ে কাপাসডাঙায় হাজির হন। পুরসভার জলের বেআইনি ব্যবহার দেখে চক্ষু চড়কগাছ তাঁদের। বাড়ির ভিতরে বড় বড় চৌবাচ্চায় চলছে মাছ চাষ। বিনামূল্যে জল নিয়ে এভাবে বাণিজ্যিক কাজে লাগানো সম্পূর্ণ বেআইনি বলে জানান দিব্যেন্দুবাবু।
তবে রতনবাবু দাবি করেন ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন তিনি। তবে পুরসভা তা মানতে নারাজ। জল চুরি নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন। একাধিক জায়গায় জল চুরির অভিযোগও দায়ের হয়েছে। এক্ষেত্রেও অভিযোগ হওয়ার মতোই কাজ হয়েছে বলে মত পুরসভার।