শেষ আপডেট: 24th March 2025 16:40
দ্য ওয়াল ব্যুরো: একেই গরম, তার উপর জলসঙ্কট। শুধু তাই নয় উত্তর হাওড়া (Howrah) এবং শিবপুর বিধানসভা এলাকার বেলগাছিয়ায় (Belgachia) যেমন বিদ্যুৎ নেই, তেমনই মাটি ধসে বাড়ি ভেঙে ছাদহারা বাসিন্দারা। যুদ্ধকালীন তৎপরতায় সমস্যা সমাধানের আশ্বাস পেলেও, এখনও বেহাল দশা স্থানীয়দের।
বুধবার রাতে হাওড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া ভাগাড়ে ধস নামে। এর ফলে মাটির নীচে দু’টি পাইপ লাইনে বড়সড় ফাটল দেখা দেয়। এর ফলে ফাটল দেখা দেয় মাটিতে। ধসে পড়ে বাড়ি। বেলগাছিয়া মোড় থেকে কেএমডিএ–র তৈরি বিকল্প পাইপলাইনের মাধ্যমে জলের ব্যবস্থা করা হলেও ভাগাড় এলাকায় পুনরায় কয়েকটি বাড়িতে ফাটল দেখা দেয়। মোট কথা পাহাড়প্রমাণ সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ।
এই আবহে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বাসিন্দাদের বিক্ষোভের সম্মুখীন হতে হল পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim)। স্থানীয়দের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও ভাঙা গলায় এলাকাবাসীরদের দাবি, মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) হস্তক্ষেপ করতে হবে গোটা ঘটনায়।
ছাদ হারানোর আশঙ্কা করে বাসিন্দারা জানান, তাঁদের থাকার ব্যবস্থা করে দিতে হবে। নিজেদের বাড়ি ছেড়ে যেতেও নারাজ তাঁরা। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে ফিরহাদ জানান, সমস্যার সমাধানে বৈঠক করা হচ্ছে।
বস্তুত, কী কারণে ভাগাড়ের আশপাশ এলাকার রাস্তাঘাট এবং বাড়িতে ফাটল ধরেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে চেষ্টা করা হচ্ছে, বায়োমাইনিং–এর মাধ্যমে বিপজ্জনক জঞ্জালের পাহাড়ের উচ্চতা কমানো। দু’টি জঞ্জালের পাহাড় প্রায় ৫০ মিটার বেশি হয়ে যাওয়ায় মাটিতে চাপ বেড়ে যায়। একইসঙ্গে জঞ্জাল থেকে মিথেন গ্যাস নির্গমণের ফলে পরিস্থিতি আরও জটিল হয়। বৈঠকে সব দিক বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।