শেষ আপডেট: 10th March 2025 15:25
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ফুচকা ভাজতে গিয়ে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করে আগুন লেগে গেল বাড়িতে। তুমুল চাঞ্চল্য সৃষ্টি হল চুঁচুড়ার ঘুটিয়াবাজারে।
হুগলি-চুঁচুড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ড এলাকার ঘুটিয়া বাজারে একটি বাড়িতে ভাড়া থাকেন কিশোরী সিং। তিনি ফুচকা ব্যবসায়ী। সোমবার ফুচকা ভাজার জন্য গ্যাস জ্বালাতে গিয়ে বিপত্তি বাঁধে। সিলিন্ডার লিক করে আগুন লেগে যায় গোটা বাড়িতে।
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন প্রথমে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। আগুন নেভাতে গিয়ে আহত হন এক দমকল কর্মী। আগুন লেগে বাড়ির ভেতরে সমস্ত আসবাবপত্র, ফ্রিজ, টিভি, পাখা, টাকা পয়সা যা ছিল সমস্ত কিছু পুড়ে যায়। দমকল কর্মীরা জানান, ছোট ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পরে। নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়তে হয়।
কিশোরীর স্ত্রী রীতা দেবী সিং ক্যানসারে আক্রান্ত। অসুস্থ। আগুন লাগার সময় তিনি ঘরেই ছিলেন। তাকে কোনওভাবে বাইরে বের করে আনা হয়। আগুনে জখম হয়েছেন তিনিও।