শেষ আপডেট: 8th January 2025 11:29
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কোন্নগর শকুন্তলা কালীবাড়ির মাঠে চলছে বইমেলা। বাইরের রাস্তায় সন্ধ্য়ায় ব্যাপক ভিড়। হঠাৎ করেই দেখা গেল এক যুবককে কলার ধরে টানাটানি করছেন তিনজন যুবতী। যুবক কিছু বলতে গেলেই চলছে চড় থাপ্পর। এমন মুহূর্ত দেখে অনেকেই দাঁড়িয়ে পড়েন। রীতিমতো যানজট তৈরি হয় কোন্নগর স্টেশন যাওয়ার রাস্তায়।বেশ কিছুক্ষণ এমন পরিস্থিতি চলার পর কোন্নগর ফাঁড়ির পুলিশ এসে ওই যুবককে নিয়ে যায়।
জানা গেছে,রিষড়ার বাসিন্দা ওই যুবকের সঙ্গে এক যুবতীর পাঁচ বছর ধরে পরকীয়া সম্পর্ক। দুজনেই বিবাহিত। প্রেম এতটাই গভীর ছিল দুজনে বিবাহ বিচ্ছেদ করে নিজেরা ঘর বাঁধার কথা ভেবেছিলেন। কিন্তু তা সম্ভব না হওয়ায় দুজনে একসঙ্গে বিষ পান করে আত্মহত্যা করবেন ঠিক করেন।
যুবতীর দাবি, শেষ মুহূর্তে তিনি বিষ পান করলেও পিছিয়ে যায় তার প্রেমিক। দু- দিন যমে মানুষে টানাটানির পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন মহিলা। তিনি বলেন, "এরপর থেকে সামাজিক মাধ্যমে সব জায়গায় আমাকে ব্লক করে দিয়েছিল। তাই কিছুতেই ওকে ধরতে পারছিলাম না। আজ কোন্নগর বইমেলার সামনে দেখতে পেয়ে ওকে চেপে ধরি।"
অন্যদিকে ওই যুবকের দাবি, তার থেকে তিন লাখ টাকা চেয়েছিল তার প্রেমিকা। তিনি দিতে পারেননি। তারপরেই সমস্ত গন্ডগোল। পুলিশ জানিয়েছে, দুজনেই বিবাহিত। তাদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। দু পক্ষকেই ফাঁড়িতে ডাকা হয়েছে। অভিযোগ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।