শেষ আপডেট: 3rd November 2024 13:07
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বিস্ফোরণে কেঁপে উঠল উলুবেড়িয়ার তাঁতিপাড়া। শুক্রবার মধ্যরাতে তাঁতিপাড়ার একটি বাড়িতে বিস্ফোরণ হয়। ভেঙে যায় দরজা ও জানলার কাচ। বাড়িটিতে বাজি তৈরি হচ্ছিল বলে অভিযোগ। পুলিশের অনুমান অসাবধানতায় আগুন লেগে সমস্ত বাজি একসঙ্গে ফেটে যায়।
বিস্ফোরণের জেরে ফাটল ধরে লাগোয়া বাড়িগুলিতেও। মধ্যরাতে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। এই ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধেবেলা এই উলুবেড়িয়াতেই বাজি ফাটাতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় দুই শিশু ও এক কিশোরীর। সেই ঘটনা ঘিরে শনিবার দিনভর উত্তেজনা ছিল উলুবেড়িয়ার গঙ্গারামপুরে।
গঙ্গারামপুরে একটি বাড়িতে প্রচুর বাজি মজুত ছিল। তার অদূরে ছয় ও আট বছরের দুটি শিশু এবং ১৪ বছরের এক কিশোরী বাজি ফাটাচ্ছিল। আচমকা বাজির স্ফূলিঙ্গ ওই বাড়িতে মজুত থাকা বাজির সংস্পর্শে আসে। মুহূর্তে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায়। তাঁতিপাড়ায় কীভাবে বিস্ফোরণ ঘটল তদন্ত শুরু করেছে পুলিশ।
শনিবার রাতে তাঁতিপাড়ায় ওই বাড়িটিতে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তদন্তকারীরা মনে করছেন বাড়িতে প্রচুর পরিমাণে বাজি এবং বাজির মশলা মজুত করা হয়েছিল। সেখান থেকেই কোনওভাবে দুর্ঘটনা ঘটে। বাড়ির মালিককে আটক করা হয়েছে। হাওড়া (গ্রামীণ) জেলা পুলিশের সুপার স্বাতী ভাঙালিয়া জানিয়েছেন, আশেপাশে বেশ কয়েকটি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনও খবর মেলেনি। ঘটনার তদন্ত চলছে।