শেষ আপডেট: 30th October 2024 11:05
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: তুবড়ির মশলা তৈরির সময় বিস্ফোরণ! আগুন ছড়িয়ে পরে গুরুতর জখম হলেন বাবা ও ছেলে। ভস্মীভূত হয়েছে ঘরের সমস্ত জিনিস। এই ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় রিষড়ায়। আহত দুজনকে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত এগারোটা নাগাদ রিষড়ার ৯ নম্বর ওয়ার্ডের টিসি মুখার্জি স্ট্রিটের কুন্ডু কলোনিতে মধুসূদন দত্তের বাড়ির তিনতলার চিলেকোঠার ঘরে আগুন লাগে। মধুসূদন দত্তর ভাই সৌমেন দত্ত জানান, তুবড়ি তৈরির মশলায় বিস্ফোরণ হয়। তার জেরেই আগুন লেগে যায়।
তিনি বলেন, "ঘরে কিছু বাজি কেনা ছিল। ছিল জামাকাপড়,বই,হোমিওপ্যাথি ওষুধ ও অন্যান্য আসবাবপত্র। তাতেই আগুন ধরে যায়। দমকলের তিনটে ইঞ্জিন আসে। কিন্তু রাস্তা সরু হওয়ায় একটি ছোটো ইঞ্জিন কেবল ঢুকতে পারে। তিনতলায় আগুন লাগাতেও সমস্যা হয়।"তিনি জানান, তাঁর দাদা মধুসূদন ও ভাইপো মহেন্দ্রনাথ দত্তকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, অবসরপ্রাপ্ত রেলকর্মী মধুসূদনের বাবা তুবড়ি প্রতিযোগিতা করতেন। সেই থেকে তুবড়ি তৈরির ঝোঁক রয়েছে এই পরিবারের। সেই তুবড়ির মশলা তৈরির সময়ই দুর্ঘটনা ঘটে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে রিষড়া থানার পুলিশ।