শেষ আপডেট: 27th August 2024 12:46
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ছাত্র সমাজের ডাকে সকাল থেকে মিছিল নবান্নমুখী। এদিকে মিছিল আটকাতে তৎপর প্রশাসন। স্টেশনে স্টেশনে আটকে দেওয়া হচ্ছে মিছিল।
দুর্গাপুর স্টেশনে নবান্নমুখীদের আটকানোর চেষ্টা করা হয়। জিআরপি পুলিশ কর্মীরা আটকানোর চেষ্টা করলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ চলে। মহিলাদের সঙ্গে ছিলেন বিজেপি কর্মীরা। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় দুর্গাপুর স্টেশনে। ৪ নম্বর প্লাটফর্মে ক্ষোভে পড়েন মহিলারা। কেন তাদের আটকানোর চেষ্টা হচ্ছে প্রতিবাদে সরব হন ছাত্র সমাজ পরে বিজেপি নেতৃত্ব। পরে পিছু হটতে বাধ্য হয় জিআরপি পুলিশ।
একই চিত্র দেখা যায় পানাগড় রেলস্টেশনেও। পুলিশের বাধার মুখে পড়ে সেখানে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের সঙ্গে বিজেপি নেতা রমন শর্মাও ছিলেন। তাঁকেও পানাগড় রেল স্টেশনে আটকে দেওয়া হয় কাঁকসা থানার পুলিশ। তবুও বহু মানুষ ট্রেনে চড়ে কলকাতার দিকে রওনা দিয়েছে। জাতীয় পতাকা নিয়ে কলকাতার উদ্দেশ্যে যেতে দেখা যায় রানিগঞ্জ স্টেশন থেকেও অনেকেই নবান্নর দিকে রওনা দিয়েছেন।