শেষ আপডেট: 11th October 2024 14:12
দ্য ওয়াল ব্যুরো: পান্ডুয়া তথা হুগলির প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম জামগ্রাম নন্দী বাড়ির পুজো। আর পাঁচটা মানুষের মতোই এই বাড়ির প্রত্যেকে অপেক্ষায় থাকেন এই পাঁচদিনের। পরিবারের আত্মীয়রা হাজির হন এই সময়ে, গমগম করে বাড়ি। দেবী দুর্গা এখানে পূজিত হন বৈষ্ণব মতে।
আজ শুক্রবার। মহা নবমী। দেখতে দেখতে প্রায় শেষ এবছরের দুর্গাপুজো। অষ্টমী নবমী প্রায় এক দিনে পড়ায় মন খারাপ সকলের। মন খারাপ এই পরিবারের লোকজনেরও। ২২৫ বছর ধরে এই বাড়িতে পুজো চলে মহা সমারোহে। যেবারই এমন একই দিনে দুই তিথি পড়ে, মন খারাপ হয় নন্দী বাড়ির।
অষ্টমী-নবমী, এবার দুই দিন মিলেমিশে এক। কিন্তু তাতে কী, ২২৫ বছরের রীতি মেনে আজও সন্ধিক্ষণের পুজো বা সন্ধিপুজো হয়েছে বন্দুকের গুলির আওয়াজের সঙ্গে। সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় রীতি মেনে মহিলারা পুড়িয়েছেন ধুনো। প্রসাদ বিতরণে হয়েছে সমাপ্তি।
শুধু পুজোর কিছু বিশেষ রীতি আছে এমন নয়, এখানে প্রতিমা নিরঞ্জনেরও কিছু নির্দিষ্ট নিয়ম আছে। দেবী দুর্গা কাঁধে চড়ে যান পুকুর ঘাটে। নিরঞ্জন হয় সেখানেই। তারপর রীতি মেনে নন্দী বাড়ির সকল সদস্য কলাপাতায় খাগের কলমে দোয়াতের কালি দিয়ে তিনবার শ্রী শ্রী দুর্গা সহায় লেখেন।
আর এভাবেই শেষ হয় প্রতিবছরের পুজো, শুরু হয় আগামী বছরের প্রস্ততি।