শেষ আপডেট: 21st October 2024 19:04
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কেন্দ্র আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ করলেও রাজ্য দেবে আবাসের টাকা। ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার থেকে শুরু হল সেই আবাসের সমীক্ষা। হুগলি জেলার ২০৭ টি গ্রাম পঞ্চায়েত এলাকাতেই শুরু হয়েছে সমীক্ষা। পঞ্চায়েত কর্মীরা বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা করছেন। কারা আবাস পাবার যোগ্য,দেখছেন ছবি তুলছেন। স্পট থেকেই মোবাইল অ্যাপের মাধ্যমে পোর্টালে আপলোড করছেন।
২০২০-২১ সালে যাদের আবাস যোজনার তালিকায় নাম ছিল, যারা পরে আবেদন করেছিলেন এবং যাদের ঘর প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে তাদের বাড়ি বাড়ি ঘুরে দেখা শুরু করেছেন পঞ্চায়েত কর্মীরা। নিজের নামে জায়গা, মাসে পনেরো হাজার টাকার কম আয়, নিজের নামে তিন চাকা বা চার চাকা গাড়ি নেই এমন ব্যক্তি আবাস পাবার যোগ্য হবেন। আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া, উপযুক্ত নয় এমন ব্যাক্তিকে ঘর দেওয়ার অভিযোগও ছিল। তাই উপভোক্তাকে দিয়ে ডিক্লেয়ারেশন লিখিয়ে নেওয়া হচ্ছে। ভয়ে বা ভক্তিতে কাউকে টাকা দেবে না তাও লেখানো হচ্ছে।
কোদালিয়া-১ গ্রাম পঞ্চায়েতের আয়মাডাঙার টোটোন রায়ের বাড়ি ছিটে বেড়ার। বৃষ্টি হলেই ভাঙা টালি দিয়ে জল পড়ে। টোটোন রায় জানান, খুব কষ্টে থাকতে হয়। ঝড় বৃষ্টি হলে ভয় লাগে। ছেলেমেয়ে নিয়ে অন্যের আশ্রয়ে যেতে হয়। আগেও একবার বাড়িতে বিডিও অফিসের লোক এসেছিল কিন্তু ঘর পাননি। এবার রাজ্য সরকার আবাসের ১ লক্ষ ২০ হাজার টাকা দেবে বলছে। সেই টাকা পেলে একটা পাকা ঘর বানাবেন। সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের মিঠাপুকুর এলাকাতেও বাড়ি বাড়ি সমীক্ষা চালান পঞ্চায়েত কর্মীরা।
হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা বলেন, "মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে বারবার টাকা চেয়েছেন। কেন্দ্র আবাসের টাকা দেয়নি। কেন্দ্র সরকার যখন আবাসের দেওয়ার টাকা বন্ধ করে দিল মানবিক মুখ্যমন্ত্রী নিজের উদ্যোগে রাজ্যের কোষাগার থেকে সেই টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। যাঁদের কাঁচা বাড়ি তাঁদের পাকা বাড়ি করে দেওয়া হবে। আজ থেকে সমীক্ষা শুরু হল। ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। অনলাইন পোর্টালের মাধ্যমেই উপভোক্তাদের সমস্ত তথ্য সংশ্লিষ্ট দফতরে চলে যাবে। সেখান থেকেই যোগ্য উপভোক্তাদের তালিকা দেওয়া হলে টাকা দেওয়া শুরু হবে। তিন ধাপে সেই টাকা দেওয়া হবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে।"
বিজেপির রাজ্য কমিটির সদস্য স্বপন পাল অবশ্য বলেন, "তৃণমূল দল আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত। একশো দিনের কাজ হোক বা প্রধানমন্ত্রী আবাস যোজনা, সর্বত্রই দুর্নীতি ও স্বজনপোষণ হয়েছে। যার ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখন বাড়ি বাড়ি ঘুরে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। সামনে ভোট। এখন সার্ভে করে আই ওয়াশ করা হচ্ছে।"