শেষ আপডেট: 14th August 2024 12:37
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আউটডোর বন্ধ, লিফটের সামনে বসে রোগী দেখছেন ডাক্তাররা। সারা রাজ্যের সঙ্গেই জুনিয়রদের কর্মবিরতি চলছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে।
আরজি করে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বুধবার গোটা রাজ্যের সমস্ত হাসপাতালে আউটডোর বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন চিকিৎসকরা। জেলার অন্য হাসপাতালেও বন্ধ রয়েছে পরিষেবা। ইমামবাড়া হাসপাতালেও জুনিয়ার চিকিৎসকরা কাজ করছেন না। হাসপাতালের জরুরি পরিষেবা চালু আছে। পাশাপাশি কয়েকজন সিনিয়র ডাক্তার হাসপাতালের লিফটের সামনে বসে রোগী দেখছেন। তবে আউটডোর বন্ধ থাকায় ফিরে যেতে হচ্ছে বেশিরভাগ রোগীকে।
মঙ্গলবারই আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে চিকিৎসকদের কাজে ফিরতে আর্জি জানিয়েছে। তবে এখনও পর্যন্ত চিকিৎসকদের তরফে কোনও ইতিবাচক সাড়া মেলেনি।
আরজিকর হাসপাতালের জরুরি বিভাগের চারতলায় সেমিনার হল থেকে শুক্রবার সকালে পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীর দেহ মেলে। খবর জানাজানি হতেই তুমুল উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। স্নাতকোত্তর স্তরে দ্বিতীয় বর্ষের পড়ুয়া ওই ছাত্রী বৃহস্পতিবারও রাত ২টো পর্যন্ত হাসপাতালের ওয়ার্ডে ডিউটি করেন। পরে কর্মরত আরও দুই জুনিয়র ডাক্তারের সঙ্গে রাতের খাওয়া সেরে পড়াশোনার জন্য সেমিনার হলে চলে যান। শুক্রবার সকাল থেকে আর খোঁজ মিলছিল না তাঁর। পরে সেমিনার হল থেকেই মেলে অর্ধনগ্ন দেহ। ময়নাতদন্তের রিপোর্টে ছাত্রীর যৌনাঙ্গ-সহ দেহের বিভিন্ন অংশে অসংখ্য আঘাতের চিহ্ন মেলে। নিজের কর্মক্ষেত্র সরকারি হাসপাতালে ডাক্তারির ছাত্রীর এমন নির্মম পরিণতির বিরুদ্ধে গর্জে ওঠেন গোটা দেশের মানুষ।