রচনার 'কুইন্টাল কুইন্টাল'-র জবাবে দীপ্সিতার 'কুইসেক কুইসেক'
শেষ আপডেট: 1st October 2024 13:05
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: তিনি দিল্লির জেএনইউর থেকে পড়াশোনা করেছেন। শিক্ষিত রাজনীতিক হিসাবে তাঁর যথেষ্ট নাম রয়েছে। তিনিই নাকি জল পরিমাপের এককের উচ্চারণ ভুল বললেন। হুগলি সাংসদ রচনা বন্দ্যোধ্যায়ের 'কুইন্টাল কুইন্টাল জল'-এর উক্তি পাল্টা জবাব দিতে গিয়ে 'কিউসেক'-কে 'কুইসেক' বলে ফেললেন দীপ্সিতা ধর। তাঁর এই ভুল উচ্চারণ রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
কেউ লিখেছেন, “রচনা ব্যানার্জী মূর্খদের দল করেন। উনি কুইন্টাল-কুইন্টাল জল বলেছেন। ভুল বলেছেন। দীপ্সিতা ধর শিক্ষিত দল করেন। তাই কিউসেক না বলে ‘কুইসেক’ বলেছেন। উনি ঠিকই বলেছেন।”
আর কেউ বলেছেন, "কুইসেক"? সেটা আবার কি? আমরা তো "কিউসেক" জানতাম। নাকি আমরাই ভুল শিখেছি? আপনি তো শিক্ষিত মানুষ বলে জানতাম। আপনিও ........।"
ডিভিসি জল ছাড়ায় হুগলি, বর্ধমান, মেদিনীপুর, বীরভূমের একাধিক জায়গা ভেসে গিয়েছে। এই ঘটনাকে 'ম্যান মেড' বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই হুগলির বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেন। সঙ্গে ভাঙন মোকাবিলায় মাস্টার প্ল্যানের প্রয়োজন রয়েছে বলেও দাবি করেন। সেখানে সাংবাদিকদের প্রশ্ন উত্তর দিতে গিয়ে রচনা বলেছিলেন, "কুইন্টাল কুইন্টাল জল ছেড়েছে ডিভিসি।" এরপরে আগুনের মতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে রচনার সেই মন্তব্য। প্রশ্ন ওঠে রচনার শিক্ষাগত যোগ্যতা নিয়েও।
বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, "মুখ্যমন্ত্রীর উচিত হুগলির সাংসদকে মিউজিয়ামে রাখা। সাংসদ বলছে কেন্দ্রীয় সরকার নাকি কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে। জল কুইন্টালে কবে থেকে মাপা হয়। আমরা তো জানি কিউসেকে মাপা হয় । নূন্যতম জ্ঞান নেই তাই ভুলভাল বকছেন।কপালে দুঃখ সাধারণ মানুষের।"
রচনা বন্দ্যোপাধ্য়ায়ের মন্তব্য দীপ্সিতাকে প্রশ্ন করা হয়েছিল। সেখানে তিনি বলেন, “কুইন্টাল কুইন্টাল চাল মাপতে যারা ব্যস্ত থাকেন, তাঁরা জল পরিমাপের যে ইউনিট কুইসেক…”।