Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
৩০ বছর পর কাশ্মীরের হ্রদে ফুটল পদ্ম, 'ঈশ্বরের উপহার' ফিরে পেয়ে আবেগে ভাসলেন চাষিরাকাশ্মীর এখন আর ‘ফাঁকা’ নয়, কলকাতায় এসে পর্যটকদের আমন্ত্রণ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লারশীতলকুচিতে মন্দিরে পুজো দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক'পুনর্বিবেচনা নয়, সময়টাই আসল সমস্যা', বিহারের ভোটার তালিকা নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের'পঞ্চায়েত'-এর সিজন হিট হলেও বেতন বাড়ে না! তবে আমার কিন্তু বেড়েছে: ফয়জল মালিকজোরকদমে এগোচ্ছে জোকা-বিবাদী বাগ মেট্রোর কাজ! খিদিরপুর থেকে ভিক্টোরিয়া, খোঁড়া শুরু হল আজফ্লপ ছবির পর সব হারান পরিচালক, মেয়ে নাচতে ও ছেলে মিমিক্রি করতে বাধ্য হন পথঘাটে!বিয়ের আগে মূর্ছা গেলেন নীতু, কনেকে সাজালেন প্রিয় বান্ধবী রেখাবিহারে মহিলার ভোটার কার্ডে নীতীশ কুমারের ছবি! কমিশনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তৃণমূলের'আমরা তো অ্যাংজাইটি অ্যাটাক কথাটাই শুনিনি!' মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলে বিতর্কে জয়া
Hoogly Gurap Case

শিশুকে খুন ধর্ষণে ফাঁসি, গুড়াপ কাণ্ডে চরম সাজা দিল চুঁচুড়ার পকসো আদালত

আজই শিশুর জন্মদিন। সেই দিনেই তাকে ধর্ষণ খুনে অভিযুক্তের ফাঁসির সাজা হল। গুড়াপের শিশু ধর্ষণ খুনে দোষী প্রতিবেশী প্রৌঢ়কে ফাঁসির সাজা শোনাল চুঁচুড়ার পকসো আদালত।

শিশুকে খুন ধর্ষণে ফাঁসি, গুড়াপ কাণ্ডে চরম সাজা দিল চুঁচুড়ার পকসো আদালত

গুড়াপ কাণ্ডে ফাঁসির সাজা, প্রতীকী চিত্র

শেষ আপডেট: 17 January 2025 12:01

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আজই শিশুর জন্মদিন। সেই দিনেই তাকে ধর্ষণ খুনে অভিযুক্তের ফাঁসির সাজা হল। গুড়াপের শিশু ধর্ষণ খুনে দোষী প্রতিবেশী প্রৌঢ়কে ফাঁসির সাজা শোনাল চুঁচুড়ার পকসো আদালত।

গত ২৪ নভেম্বর গুড়াপে চকলেটের লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে পাঁচ বছরের শিশুকে নির্যাতন করে খুন করে অশোক সিং। ঘটনার তদন্তে ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ৫২ দিনের মাথায় বুধবার দোষী সাব্যস্ত করা হয় অভিযুক্তকে। আজ হয় চূড়ান্ত রায় দান। পকসো কোর্টের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী দোষীকে সর্বোচ্চ সাজা শোনান। 

দোষী অশোক রায়কে আদালত কী সাজা দেয় তা জানতে শুক্রবার বেলা গড়াতেই আদালতের সামনে ভিড় জমান মানুষ।   গুড়াপ থেকে দলে দলে মানুষ এসেছিলেন আদালত চত্বরে। অশোককে আদালতে নিয়ে যাওয়ার পথে বিক্ষোভে ফেটে পড়েন তারা। 

গত ২৪ নভেম্বর হুগলির গুড়াপ থানা এলাকায় পাঁচ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে যায় প্রতিবেশী প্রৌঢ় অশোক সিং। মেয়ে মাংস খেতে চেয়েছিল। তাই তার বাবা বাজার থেকে মাংস কিনতে গিয়েছিলেন। বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।বেশ কিছুক্ষণ তাকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে পাড়া-প্রতিবেশীরাও খুঁজতে শুরু করেন। এরপরেই অভিযুক্তের বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। ধনিয়াখালি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনা এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযুক্তকে মারধর করা হয়। পুলিশ গিয়ে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে। আহত থাকায় তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়।।

দ্রুত তদন্তের জন্য পাঁচ সদস্যের সিট গঠন করতে নির্দেশ দেন হুগলির পুলিশ সুপার কামনাশিস সেন। সিটের নেতৃত্বে ছিলেন ডিএসপি ডি অ্যান্ড টি প্রিয়ব্রত বক্সি। ৯ ডিসেম্বর মামলায় চার্জশিট দাখিল করে পুলিশ। ১১ তারিখ চার্জ গঠন হয়।


ভিডিও স্টোরি