মেয়ের খুনির ফাঁসি হওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেলেন বাবা-মা
শেষ আপডেট: 17th January 2025 17:55
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: জন্মদিনে এবার কেক কাটবে। আগেই মায়ের কাছে আবদার করেছিল পাঁচ বছরের শিশুকন্যা। এক নরপশুর জন্য সেই সাধ অপূর্ণই থেকে গেছে তার। ফুল ফোটার আগেই ঝরে গেছে কুঁড়ি।
গুড়াপের শিশুকে খুন ও ধর্ষণের মামলায় শুক্রবার দোষী অশোক সিংকে ফাঁসির সাজা শুনিয়েছে চুঁচুড়ার পকসো আদালত। সেই রায় শুনে আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা। বারবারই বলছিলেন, "মেয়েটা জন্মদিনে কেক খেতে চেয়েছিল। খাওয়াতে পারলাম না। ওর জন্মদিনে ওর খুনির মৃত্যু কামনা করেছিলাম। মেয়েকে কেক দিতে পারিনি কিন্তু অপরাধীর শাস্তি হয়েছে। আদালতকে প্রণাম জানাই।"
মাত্র ৫২ দিনের মাথায় এই মামলায় রায়দান করেছে আদালত। এত কম দিনে তদন্ত করে যে ভাবে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাতে খুশি গুড়াপের মানুষ। আদালত চত্বরে তাঁদের স্বস্তি চোখের জল হয়ে ঝরে পড়েছে। আদালত থেকে বেরোনোর সময় মালা পরিয়ে সরকারি আইনজীবী ও পুলিশ আধিকারিকদের বরণ করে নেন গ্রামবাসীরা।
শিশুটির বাবা বলেন, "এবার উচ্চ আদালতে যাতে সময় নষ্ট না হয় তা দেখতে হবে। আমার মেয়ের খুনিকে যত দ্রুত সম্ভব ফাঁসি দেওয়া হোক।"
গত ২৪ নভেম্বর গুড়াপে চকলেটের লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে পাঁচ বছরের শিশুকে নির্যাতন করে খুন করে অশোক সিং। ঘটনার তদন্তে ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ৫২ দিনের মাথায় বুধবার দোষী সাব্যস্ত করা হয় অভিযুক্তকে। আজ হয় চূড়ান্ত রায় দান। পকসো কোর্টের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী দোষীকে সর্বোচ্চ সাজা শোনান।