শেষ আপডেট: 14th April 2025 14:56
দ্য ওয়াল ব্য়ুরো, হুগলি: বঁটি দিয়ে স্ত্রীর গলা কেটে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী স্বামী! স্ত্রীর অন্য সম্পর্ক আছে সন্দেহের বশে চরম পরিণতি বলে অনুমান।
সোমবার সাত সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল তারকেশ্বরের তালপুর পশ্চিমপাড়ায়। অভিযোগ, স্ত্রী নয়নতারা মণ্ডলের (৩৮) গলা বঁটি দিয়ে কেটে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন স্বামী অধীর মণ্ডল (৪৮)। অধীর ছিলেন পেশায় সবজি বিক্রেতা। শাড়ি বিক্রি করতেন নয়নতারা। পরিবার সূত্রে জানা গেছে তাদের দুই মেয়ে, একজন বিবাহিত, অন্যজনের বয়স ১০ বছর।
পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। স্ত্রীর অন্য পুরুষের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে বলে সন্দেহ ছিল স্বামীর। এই নিয়ে রবিবার রাতে অশান্তি চরমে পৌঁছয়। আজ সকালে ছোটো মেয়ে টিউশন পড়তে বেরিয়ে যেতেই বাড়িতে থাকা অনাজ কাটার বঁটি দিয়ে স্ত্রীর গলায় কোপ মেরে নিজেও ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় অধীর। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তারকেশ্বর থানায় খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে দম্পতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় তারকেশ্বর থানার পুলিশ।
হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃশানু রায় বলেন, "প্রাথমিকভাবে জানা গিয়েছে স্ত্রীকে মেরে নিজে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবারের লোকের সঙ্গে কথা বলা হচ্ছে। সাংসারিক অশান্তির কারণে এই ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে।"