শেষ আপডেট: 14th December 2024 23:33
দ্য ওয়াল ব্যুরো: পান্ডুয়ায় সমবায় নির্বাচনে বড় ব্যবধানে জয় পেল বামেরা। ১২ আসনের ইটাচুনা মান্দারণ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট আসন সংখ্যা বারোটি। তার মধ্যে আগেই একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল বাম প্রার্থী। শনিবার বাকি ১১টি আসনে ভোটাভুটি হয়। বিকেলে ফল বেরলে দেখা যায়, শাসক দল তৃণমূলকে উড়িয়ে দিয়ে ১১ আসনেই জয় পেয়েছে বামেরা।
এদিন সকাল ন'টা থেকে শুরু হয় ভোট গ্রহণ পর্ব। শেষ হয় বিকেল তিনটেয়। বিকালে ভোটের ফল বেরোতেই দেখা যায় পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের সদস্যরা ১১ টি আসনেই জয়লাভ করেছে। তৃণমূল সব আসনে প্রার্থী দিলেও একটিতে জিততে পারেনি।
গত কয়েক বছর এই সমবায় তৃণমূলের দখলে থাকলেও শনিবার সব হিসাব উল্টে জয়জয়কার বাম প্রার্থীদের। এদিন ফল ঘোষণার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়ে বাম সমর্থিত প্রার্থীরা। যদিও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কোনও প্রার্থী দিতে পারেনি।
সিপিআইএম হুগলি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তথা প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন বলেন, ‘মান্দারণে সমবায় ভোটে পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের পক্ষে মোট বারোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা হয়। বারটি আসনেই জয়লাভ করি আমরা। তৃণমূল একটি আসনেও জয়লাভ করতে পারেনি, বিজেপি প্রার্থীই দিতে পারেনি। এই জয় মানুষের জয়। এলাকার গণতন্ত্র প্রিয় মানুষ যাদের ভোট দিয়ে জিতিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। সুষ্ঠুভাবে ভোট হলে বাম প্রার্থীরা এভাবেই আগামী দিনে জয়লাভ করবে।’
অন্যদিকে, হুগলি সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন, ‘লোকসভা নির্বাচনেও রচনা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন। আমরা দলের অভ্যন্তরে বসে এই হারের পর্যালোচনা করব। কেন আমাদের হারতে হল, সেটা দেখা হবে।’
রাজ্যে একের পর এক নির্বাচনে ভরাডুবি হয়েছে বামেদের। বিধানসভা বা লোকসভা ভোটে একটি আসনেও আসেনি জয়। গত পঞ্চায়েত নির্বাচনে পান্ডুয়ায় তুলনামূলক ভালো ফল করে বামেরা। তবে লোকসভা ভোটে পান্ডুয়ায় বড় ব্যবধানে জয় পায় তৃণমূল। এবার সমবায় দখল করে নিজেদের পায়ের তলার জমি শক্ত করল বামেরা।