শেষ আপডেট: 2nd October 2024 16:13
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মহালয়ার দিনে রক্তারক্তি কাণ্ড উত্তরপাড়ায়। দাম্পত্য কলহের মধ্যে ছুরি দিয়ে স্ত্রী কান কেটে নিলেন স্বামী। এমনই অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে উত্তরপাড়ার শিবতলা স্ট্রিটে ।
প্রতিবেশীরা জানিয়েছেন, মহালয়ার সকাল। ছুটির দিনে সকলেই বাড়িতে ছিলেন। ওই দম্পত্তির মধ্যে ঝগড়া শুরু হয়। চিৎকার চেঁচামেচি কানে আসছিল প্রতিবেশীদের। পরে দম্পত্তির নাবালিকা মেয়ের আর্তনাদ শুনতে পেয়ে প্রতিবেশীরা তাঁদের বাড়িতে যান। দেখেন, রক্তারক্তি কাণ্ড ঘটে গেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত ওই নাম দম্পতি মাধুরী শর্মা ও বিনোদ কুমার শর্মা।
দম্পতির নাবালিকার মেয়ের কথায়, "সকাল থেকে বাবা-মায়ের মধ্যে অশান্তি হচ্ছিল। ছুরি নিয়ে বাবা মায়ের উপর হামলা করেছে। কান কেটে দেয়। পিঁড়ি দিয়ে মাথায় মারে। বাবা ধুলাগড়ে কাজ করে। ঝগড়ার সময়ে মা রান্না করছিল।"
মাধুরীর বন্ধু অনামিকা দেবী। কাছেই তাঁর বাড়ি। সকালে অনামিকা ফোন করেছিলেন। কিন্তু মাধুরী তাঁর ফোন ধরেননি। অনামিকা বলেন, আমি রোজ ১০ নাগাদ মাধুরীকে ফোন করি। মাধুরী কেমন আছে খোঁজনি। এদিনও ফোন করেছিলাম। কিন্তু ও ধরে দিন। তার পরে মাধুরী মেয়ে কাঁদে কাঁদে এসে জানায় মাধুরীকে ওর স্বামী ছুরি মেরেছে। আমি ওর বাড়িতে ছুটে গেছিলাম। দেখি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে মাধুরী। পাশেই ও স্বামীও পড়ে রয়েছে। পুলিশে খবর দিয়েছিলাম তার পরে।"
অনামিকা আরও জানিয়েছেন, বিনোদ প্রায়ই বাড়ি অশান্তি করতেন। যা রোজগারল করেন তার থেকে সামান্য টাকা বাড়িতে দেন। অথচ খাওয়া দাওয়ার তার ভালো চাই। এই নিয়ে মাধুরীর সঙ্গে ঝগড়া হতো।
প্রতিবেশীরা আহত মহিলাকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। বিনোদ কুমার ঘরের মেঝেতেই পড়েছিলেন। তার মাথায় ঘটি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ।পুলিশ গিয়ে আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।