শেষ আপডেট: 28th January 2025 18:44
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: একশো দিনের কাজের টাকা মেলেনি, তাই আন্দোলনে ঠিকাদাররা। মুখ্যমন্ত্রী রাজ্যপালকে চিঠি দিয়েও মেলেনি কোটি কোটি টাকা বকেয়া পাওয়ার আশ্বাস। তাই আন্দোলনই একমাত্র পথ বলে মনে করছেন তাঁরা।
একশো দিনের কাজে শ্রমিকদের টাকা কেন্দ্রীয় সরকার না দেওয়ায় সেই টাকা রাজ্য সরকার মিটিয়েছে। কিন্তু সেই কাজের নির্মাণ সামগ্রী যারা সরবরাহ করেছেন তারা এখনও টাকা পাননি। ঠিকাদাররা চাইছেন কেন্দ্রের সঙ্গে আলোচনা করে তাদের বকেয়া টাকা যেন মেটানো হয়। প্রয়োজনে তাঁরা দিল্লি যেতেও প্রস্তুত।
মঙ্গলবার রাজ্যজুড়ে বিক্ষোভ ও অবস্থান করেন রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। হুগলি জেলায় চুঁচুড়া ঘড়ির মোড়ে অ্যাসোসিয়েশনের ডাকে অবস্থান বিক্ষোভ চলে। বিক্ষোভ শেষে জেলা শাসককে স্মারকলিপি দেন ঠিকাদাররা। ১০০ দিনের কাজের জেলার নোডাল অফিসার অজয় বসুর হাতে সেই স্মারকলিপি তুলে দেওয়া হয়।
অ্যাসোসিয়েশনের এর সম্পাদক অভিজিৎ ঘোষ, সভাপতি শেখ সাফিউদ্দিন, সদস্য ফরিদুল খান স্মারকলিপি জমা দিয়ে বেরিয়ে এসে বলেন, "রাজ্যে প্রায় ৭০ হাজার ঠিকাদার রয়েছেন যাঁরা তাঁদের সংগঠনের সদস্য। হুগলি জেলাতেই রয়েছে চার হাজার পাঁচশোর বেশি ঠিকাদার। আমরা ২০২১ ও ২২ সালের অর্থ বর্ষে একশো দিনের কাজের প্রকল্পে নির্মাণ সামগ্রী সরবরাহ করেছি। শুধু হুগলি জেলাতেই সেই টাকার পরিমাণ প্রায় ৪১ কোটি টাকা। এই টাকার একটা অংশের বিল তৈরি হয়ে পড়ে রয়েছে। কিন্তু দফতরগুলো থেকে কোনও টাকা আমরা পাইনি। তাই আগামী দিনে সংগঠনের রাজ্য কমিটির বৈঠক বসে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যের প্রতিটি ব্লকে এই আন্দোলন সংঘটিত করা হবে।