শেষ আপডেট: 10th November 2024 12:11
দ্য ওয়াল ব্যুরো: একেই রাত। স্বাভাবিক ভাবেই ফাঁকা রাস্তা। হু হু করে এগচ্ছিল ডাম্পার। ঠিক সামনে দিয়ে তখন সাইকেল নিয়ে যাচ্ছিলেন এক মহিলা সিভিক ভলান্টিয়ার। লাগামহীন ডাম্পার তখনই পেছন থেকে সজোরে ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই মহিলা সিভিক। পরে তাঁকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম রুমকি হাজরা। বয়স ২৭। রুমকি হাওড়া শিবপুর পুলিশ লাইনের রিজার্ভ ফোর্সে কাজ করতেন। প্রতিদিনের মতো শনিবার রাতেও ডিউটি শেষ করে মধ্য হাওড়ার মল্লিক ফটকের কাছে সাইকেল চড়ে বাড়ি ফিরছিলেন। সেই সময়ই একটি ডাম্পার এসে পেছন থেকে এসে পিষে দেয় তাঁকে।
ডাম্পারের ধাক্কায় ওই মহিলা সিভিক মাটিতে লুটিয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। তড়িঘড়ি সেখানে শিবপুর থানার পুলিশ আধিকারিকরা এসে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।
পুলিশ ঘাতক ডাম্পারটিকে আটক করার পাশাপাশি চালককেও গ্রেফতার করেছে। ধৃতকে তুলে দেওয়া হয়েছে শিবপুর থানার পুলিশের হাতে। ঘটনায় এখনও মৃত সিভিক ভলান্টিয়ারের বাবা কিছু বলতে চাননি। সুস্থ-সবল মেয়ে সকালে বাড়ি থেকে বেরিয়ে যে আর ফিরবে না তা কল্পনাও করতে পারেননি তিনি।