শেষ আপডেট: 12th April 2025 18:49
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ব্যান্ডেলে পুকুর ভরাট হচ্ছে। রেজিস্ট্রি চিঠিতে সেই খবর পেয়ে ছুটলেন বিধায়ক। ব্যবসায়ী সমিতিকে নির্দেশ দিলেন থানায় অভিযোগ করতে। নিজেও অভিযোগ করবেন বলে জানালেন।
ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের ব্যান্ডেল চৌমাথার পাশে একটি গ্যাস গোডাউনের সামনে পুকুর ভরাট হচ্ছে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের কাছে তিনটি ছবি দিয়ে রেজিস্ট্রি চিঠিতে অভিযোগ জানান অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। সেই চিঠি পেয়ে বিধায়ক ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় পঞ্চায়েত প্রধান উপপ্রধানকে ডাকেন। দেখা যায় পুকুরপাড়ের বেশ কিছুটা অংশ ভরাট করা হয়েছে।
বিধায়ক বলেন, "পরিবেশের ভারসাম্য নষ্ট হয় জলাশয় ভরাট করলে। তাই যেখানে জলাশয় বা পুকুর ভরাটের অভিযোগ আসে আমি ছুটে যাই। ব্যান্ডেলের জনবহুল এলাকায় পুকুর ভরাট হচ্ছে এর আগে কেউ অভিযোগ করেনি। এলাকার মানুষের আরও সচেতন হওয়া উচিত।" তিনি মনে করেন পুকুর ভরাট হচ্ছে এই খবর পেয়েও বিধায়ক যদি না আসতেন তাহলে সাধারণ মানুষ মনে করত বিধায়কের মদতেই এই পুকুর ভরাট হচ্ছে। যে অংশ ভরাট হয়েছে তা আবার আগের অবস্থায় ফিরিয়ে দিতে উদ্যোগ নেন বিধায়ক।
পুকুর ভরাটের ব্যাপারে অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় মিষ্টান্ন ব্যবসায়ী গৌরাঙ্গ দেবনাথের বিরুদ্ধে। গৌরাঙ্গ দেবনাথ বলেন, "পুকুরপাড়ের ৪৮০ স্কোয়ার ফিট জমি আমি মালিকের থেকে কিনেছি। স্থানীয় ব্যবসায়ীরা সেখানে প্লাস্টিক আবর্জনা ফেলে বেশ কিছুটা অংশ বুঝিয়ে দিয়েছিল। আমি রাবিশ ফেলে সেই জায়গাটা সমান করেছি। এটাই আমার ভুল হয়েছে। দ্রুত ভরাট হওয়া জায়গা আগের অবস্থা ফিরিয়ে দেব।"
ওই ব্যবসায়ীর পাল্টা অভিযোগ, তিনি স্থানীয় একজনকে কয়েক লাখ টাকা ধার দিয়েছিলেন, সেই টাকা চাওয়াতেই তার বিরুদ্ধে এই ধরণের একটা চক্রান্ত করা হয়েছে।